X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পুলিশের অভিযানের সময় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২৩:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২৩:৩০

দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের অভিযানের সময় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় মাহফুজুল আলম হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শেখহাটি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাহফুজুল আলম হৃদয় (২০) ওই গ্রামের নবীর হোসেনের ছেলে।

দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এর আগে একই ঘটনায় জয় চন্দ্র নামে আরেক যুবককে আটক করা হয়। সেইসঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অটোরিকশা ও মুক্তিপণের টাকা জব্দ করা হয়।  

ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ‘৬ এপ্রিল আল আমিন নামে এক অটোরিকশাচালককে অপহরণ করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই রাতেই আল আমিনের পরিবার ৪০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছিল। বাকি ৬০ হাজার টাকা না দিয়ে আল আমিনকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দেয়।’ 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মোবাইল ব্যাংকিংয়ের ওই নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শেখহাটি গ্রামের বুধু রায়ের ছেলে জয় চন্দ্র রায়কে (২০) আটক করা হয়। তার দেওয়া তথ্যে আল আমিনকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী হৃদয়কে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে হৃদয়। এ সময় বাড়ির বাইরে থাকা এক পুলিশ সদস্য তাকে ধরে ফেলেন। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড