X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

কলেজছাত্রকে জিম্মি করে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে বিকাশে চাঁদা আদায়ের অভিযোগ

রংপুর প্রতিনিধি 
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বইমেলায় ঘুরতে আসা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এক শিক্ষার্থী এবং তার বান্ধবীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। সেইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় সংক্রান্ত স্ক্রিনশট থানায় জমা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি রোডে চাঁদা আদায়ের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ছামিউল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজির এ অভিযোগ করেছেন কলেজশিক্ষার্থী।

অভিযোগপত্রে কলেজশিক্ষার্থী উল্লেখ করেছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে শহীদ আবু সাঈদ বইমেলা চলছে। মঙ্গলবার সন্ধ্যার পর আমি ও আমার বান্ধবী বইমেলা দেখতে এসে ভিসি রোডের পাশ দিয়ে হাঁটছিলাম। এ সময় পেছন থেকে ছামিউল ইসলামসহ পাঁচ জন মিলে আমাদের রাস্তা আটকে ভয়ভীতি দেখান। তারা নিজেদের ছাত্রদল কর্মী বলে পরিচয় দেন। আমি ও আমার বান্ধবীর ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে পার্কের মোড়ে সাগরিকা হোটেলের পাশের মোবাইল ব্যাংকিংয়ের দোকানে নিয়ে আমার মোবাইল থেকে এক হাজার ৯৯০ টাকা ক্যাশ আউট করে নিজের মোবাইল নম্বরে নিয়ে যান ছামিউল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কর্মী সামিউল ইসলাম বলেন, ‘আমি টাকা নিইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সেটি এক বড় ভাই করিয়েছেন। আমি ওই বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমার সঙ্গে পরে বসতে চেয়েছেন। গতকাল রাতে ভিসি রোডে ওই কলেজছাত্রের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল অন্যদের। খবর পেয়ে আমি সেখানে গিয়ে ফেঁসে গিয়েছি।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান বলেন, ‘অভিযোগটি গতকাল রাতে পেয়েছি। সেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেবো। প্রশাসন থেকে নির্দেশ দিলে আইনি পদক্ষেপ নেবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ফেরদৌস রহমান বলেন, ‘থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি মঙ্গলবার রাতে জেনেছি। অভিযোগকারী এবং অভিযুক্তদের নিয়ে বসে বিষয়টি শুনবো। এরপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ফরিদপুরে ছাত্রদল নেতা গ্রেফতার
ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মিরপুর-১০ এ জ্যাম লাগিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’