X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এবার কাপড়ের দোকানের ডিজিটাল বোর্ডে ‘শেখ হাসিনাকে আবার দেশে দেখতে চাই’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়কের পাশে থাকা একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা। হঠাৎ ভেসে ওঠা এমন লেখায় অপ্রস্তুত হয়ে পড়েন দোকানের কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীরা। ভেসে ওঠা লেখার পরিবর্তন করতে না পেরে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পৌর শহরের আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের একটি দোকানের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি ভেসে ওঠে।

দোকান কর্তৃপক্ষের দাবি, বোর্ডে নিয়মিত লেখা ভেসে উঠতো ‘বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন’। মোবাইল ফোন অ্যাপস দ্বারা নিয়ন্ত্রিত ডিজিটাল সাইনবোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে একটি চক্র বোর্ডটি নিয়ন্ত্রণে নিয়ে এমন লেখা দিয়ে থাকতে পারে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডটিতে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’।  চার ধাপে এ লেখাটি একের পর এক ভেসে উঠতে থাকে। পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে লেখা পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বিদ্যুৎসংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলেন।

রাতে বিষয়টি প্রকাশ হলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ডটি থানায় নিয়ে যায়।

বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম বলেন, ‘এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে প্রস্তুত করে আনি। বোর্ডটিতে দোকানের নাম “বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন” প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এরকম লেখা ভাসতে থাকে। কোনও চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এরকম লেখা লিখে দিয়েছে। বিষয়টি বোঝামাত্র বোর্ড খুলে লেখা প্রদর্শন বন্ধ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি (জিডি) করবো। যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।’

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, শনিবার রাতে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটকে ব্যবহৃত ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তামাক নির্মূলের একটি স্লোগান ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই স্লোগানে বলা হয়, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

/কেএইচটি/
সম্পর্কিত
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুর
ভোটারবিহীন নির্বাচন: শেখ হাসিনাসহ ইসি কমিশনারদের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের