X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চীন সরকারের উপহারের হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত ১০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতালটি নীলফামারী সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পায়েলুজ্জামান রক্সি, জেলা কৃষক দলের সদস্যসচিব অলিউর রহমান হেলাল, নাগরিক কমিটির অন্যতম প্রতিনিধি আকতারুজ্জামান খান প্রমুখ।

জানা গেছে, হাসপাতালটির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি অঞ্চলের সম্ভাব্য স্থান বিবেচনায় রয়েছে।

বক্তারা বলেন, নীলফামারী সদরে দারোয়ানী সুতাকল এলাকায় ৫৩ একর সরকারি খাস জমি রয়েছে। জায়গাটি দীর্ঘদিন ধরে পড়ে আছে, সরকারের কাজে আসছে না। তাই এখানে ১০০০ শয্যার হাসপাতালটি স্থাপনের দাবি জানানো হয়। 

মানববন্ধনে ড. খায়রুল আনাম বলেন, ‘জেলা শহরের অদূরে দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) নামক স্থানে প্রায় ৫৩ একর জমি খাস রয়েছে। এই জমিতে হাসপাতালের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট, মেডিক্যাল কলেজ, রিসার্চ সেন্টার, হেলিপ্যাড ও অ্যাম্বুলেন্স লেন স্থাপন করা সম্ভব। জমি অধিগ্রহণের প্রয়োজন না হওয়ায় এটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘দেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকেও জেলা সদর অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। এখানে রয়েছে রেলওয়ে স্টেশন, সৈয়দপুর বিমানবন্দর, উত্তরা ইপিজেড, রেলওয়ে কারখানা ও চিলাহাটি স্থলবন্দর। এ ছাড়াও বাংলাদেশ, ভারত, ভূটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ যাতায়াতে ব্যাপক সুবিধা রয়েছে।’ সেখানকার বাসিন্দারাও অতি সহজে চিকিৎসাসেবা নিতে পারবেন বলে মনে করেন তিনি।

নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী সদরে টেক্সটাইল মিলের কাছে হাসপাতাল নির্মাণের সম্ভাবনাকে সাধুবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, ‘এ অঞ্চলের মানুষ বহুদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জটিল রোগের ক্ষেত্রে বিশেষ করে কার্ডিওলজি (হৃদরোগ) রোগে রংপুর বা ঢাকায় গিয়ে চিকিৎসা করানো অধিকাংশ মানুষের পক্ষে কষ্টসাধ্য ও ব্যয়বহুল। রংপুর কিংবা ঢাকায় যাওয়ার পথে এ ধরনের রোগীর অকাল মৃত্যু হয়। এ ব্যাপারে চীন সরকারের দেওয়া ১০০০ শয্যার হাসপাতালটি নীলফামারী জেলার মানুষের জন্য আশার আলো ছড়াচ্ছে।’

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে এ হাসপাতালটি নীলফামারীতে স্থাপনের জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন, জেলার ভৌগোলিক অবস্থান ও তিস্তা মহাপরিকল্পনার নিকটবর্তী হওয়ায় এখানে হাসপাতালটি স্থাপন করা হলে শুধু নীলফামারী নয়, পার্শ্ববর্তী জেলা ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ভূটান, বার্মা ও মালদ্বীপসহ অন্যান্য দেশের মানুষও সহজে উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শ্রমিকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি
পাটের তৈরি পোশাক ও ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
সংকট নিরসনে ৯ দাবি কোরিয়া যেতে ইচ্ছুক ভিসাপ্রত্যাশীদের
সর্বশেষ খবর
সামিতের পাসপোর্টের আগেই অনাপত্তিপত্র দিলো কানাডা
সামিতের পাসপোর্টের আগেই অনাপত্তিপত্র দিলো কানাডা
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
আনচেলত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল
আনচেলত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ