X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

মার্কা দেখে ভোট দিলে দেশের পরিবর্তন সম্ভব নয়: সারজিস আলম

দিনাজপুর প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৭:৪৪আপডেট : ২৮ মে ২০২৫, ১৭:৪৪

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘রাজনৈতিক দল দেখার দরকার নেই, মার্কা দেখার দরকার নেই, যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে তাদেরকেই আগামীর বাংলাদেশের জন্য প্রতিনিধি নির্বাচন করতে হবে। স্বাধীনতার ৫৪ বছর পরেও আপনারা যদি দলান্ধ থাকেন, মার্কা দেখে ভোট দেন তাহলে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়।’

মঙ্গলবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার বকুলতলা মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যে লোকটা ভালো কাজ করে আপনাদের কথা বলে আপনাদের কথা শুনে, নির্বাচন ছাড়াও আপনাদের কাছে আসে সে যদি বড় কোন দলেরও না হয় তাদেরকেই আগামীর বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে একটা কথা বলে রাখি, আগামীর বাংলাদেশ চাঁদাবাজের কোনও স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যেই দলেরও হোক না কেন যত ক্ষমতাবান হোক না কেন আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো। একটা জেলা উপজেলার চাঁদাবাজরা শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর নয়। যদি শেখ হাসিনার পতন হতে পারে তাহলে এসব চাঁদাবাজেরও পতন সম্ভব। আমরা মাঠে-ঘাটে দেখতে এসেছি সাধারণ জনগণ কোনও সিন্ডিকেটের কাছে জিম্মি কিনা। বিভিন্ন জেলা উপজেলাগুলোতে চাঁদাবাজি হয় কিনা। বিরলের মত উপজেলাতেও অটোরিকশা, ট্রাককে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা।’

সারজিস আলম বলেন, ‘আমরা আগের রাজনৈতিক চর্চায় যেটা দেখেছি যে ভোটের দু-একদিন আগে নেতারা আপনাদের কাছে আসে পরের পাঁচ বছরে আর তাদের দেখা পাওয়া যায় না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামী দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় তাদেরকে আগে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে ঘুরতে হবে। আগে দেখতে হবে মানুষ কি চায়। রাস্তাঘাটগুলোর কী অবস্থা, হাসপাতাল আছে নাকি হাসপাতালে ডাক্তারও আছে। থানায় ভালো কর্মকর্তা আছে নাকি কথা বলার আগে টাকা চাওয়া কর্মকর্তারা আছে। আমরা দেখতে এসেছি ভূমি অফিসগুলোতে মানুষ সেবা পায় কিনা, নাকি সেবা পাওয়ার আগে টাকা নিয়ে দর কষাকষি হয়।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে উত্তরাঞ্চলকে একটা দলের অংশ মনে করে সব সময় বঞ্চিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের পুরো একটা জেলাতেও সেই বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটা এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য যে বরাদ্দ দেওয়া হতো পুরো রংপুর বিভাগে সেই বরাদ্দ দেওয়া হতো না। বিগত এক যুগ উত্তরাঞ্চল উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে গেছে। উত্তরাঞ্চলের কোথায় কী সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে দেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টার কাছে বলার জন্য আমরা এখানে এসেছি।’

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, মিথুন আলী নাছের খান, তানভীর রেজা তন্ময়সহ দিনাজপুর জেলা ও বিরল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশ কোনও দলের হয়ে উঠলে আগামীর বাংলাদেশে জায়গা হবে না: সারজিস
রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
সর্বশেষ খবর
দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন
দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন
শিক্ষার্থীদের মল পরীক্ষায় সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ
শিক্ষার্থীদের মল পরীক্ষায় সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ
বিগত সরকারের আমলে ২০০ প্রবাসীকে জোর করে দেশে ফিরিয়ে আনার অভিযোগ
বিগত সরকারের আমলে ২০০ প্রবাসীকে জোর করে দেশে ফিরিয়ে আনার অভিযোগ
জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’
জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি