X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:৪৮

সুনামগঞ্জে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস সুনামগঞ্জে ৪ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কার্যালয়ে বিভিন্ন সময় সীমান্তে আটক করা ভারতীয় মদ, বিয়ার, গাজা, নাসির বিড়িসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিজিবির সিলেট বিভাগের সেক্টর কমান্ডার  কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম,  পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, পিপি ড. খায়রুল কবির রুমেন প্রমুখ। সুনামগঞ্জে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ধবংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৪ কোটি ৭১ লাখ টাকার মদ, ৭৮ হাজার টাকার বিয়ার, গাঁজা ৪০ হাজার টাকার, নাসির বিড়ি ২ লাখ ৭৪ হাজার টাকার।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ বলেন, ‘মাদক প্রতিরোধে সচেতন হলে কখনও আপনার সন্তান মাদকাসক্ত হবে না। মাদক একটি ভয়াবহ সমস্যা। এটি যুব সমাজকে তিলে তিলে ধবংস করে দিচ্ছে। মাদক সরবরাহকারী ও ব্যবহারকারী বিরুদ্ধে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।’

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘যদি দেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে পরে তাহলে পুরো জাতি ধীরে ধীরে মাতাল হয়ে পড়বে। তখন নিয়ন্ত্রণ করার মতো কোনও লোক থাকবে না। তাই বিজিবি সদস্যদের আরও তৎপর হতে হবে।’ সুনামগঞ্জে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিজিবি মাদকদ্রব্য র্নিমূলে তৎপর রয়েছে। সীমান্তে মাদক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

পুলিশ সুপার মো. হারুন রশিদ বলেন, ‘সুনামগঞ্জে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সুনামগঞ্জকে মাদকমুক্ত করতে আরও একাধাপ এগিয়ে গেল বিজিবি।’

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক স্বাগত বক্তব্যে বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি মাদক প্রতিরোধে দিবারাত্রী অভিযান অব্যাহত রেখেছে। এক্ষেত্রে তিনি স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন- 

গাজীপুরে র‌্যাবের অভিযান: দুই জঙ্গি নিহত



আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই