X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শাবিতে ভর্তি পরীক্ষায় ডিভাইস সরবরাহের দুই হোতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৫:১৭





সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মোটা অংকের টাকার বিনিময়ে ডিভাইস সরবরাহকারী চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ক্যালকুলেটরে গ্রামীণ ফোনের সিম লাগানো ১৬টি ডিভাইস উদ্ধার করা হয়। শাবিতে ভর্তি পরীক্ষায় ডিভাইস সরবরাহের দুই হোতা গ্রেফতার



গ্রেফতারকৃত ইশরাত ইমতিয়াজ হৃদয় জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং আল আমিন শাবির ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজির ছাত্র। গ্রেফতারকৃত দুজনেরই বাড়ি বগুড়া জেলায়। আলামিন শাবির শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।
এছাড়াও পুলিশ শাবিতে পরীক্ষায় অংশগ্রহণকারী আরও পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। চক্রটির মূল টার্গেট ছিলে শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় ইনঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর জালালাবাদ থানায় সাংবাদিকদের এসব তথ্য জানান কোতোয়লী থানার সহকারী পুলিশ কমিশনার নূরুল হুদা আশরাফী।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃত হৃদয় ও আল আমিন বগুড়ার গুগল নামের একটি কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত। সেই কোচিং সেন্টার থেকেই মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে এই ডিভাইসগুলো পৌঁছে দেওয়া হতো। একেকটি ডিভাইস ৫-৬ লাখ টাকায় সরবরাহ করত এই দুই সরবরাহকারী।’

ডিভাইস সরবরাহকারী চক্রের মূল হোতাকে খুঁজছে পুলিশ: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের ডিভাইস সরবরাহকারী চক্রের মূল হোতা গুগল কোচিং সেন্টারের সহকারী পরিচালক আরিফ ওরফে তুহিন ওরফে জিহান খুঁজছে পুলিশ। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।
গুগল কোচিং সেন্টারের কার্যক্রম: গুগল কোচিং সেন্টারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন পন্থায় শিক্ষার্থীদের সহযোগিতার নামে তাদের সঙ্গে চুক্তি করতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন থেকে শুরু করে ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর পৌঁছে দেওয়া এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৫-৬ লাখ টাকা গুণতে হতো। এই ডিভাইসগুলোর মাধ্যমে চক্রটি জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে টাকার বিনিময়ে সহযোগিতা করে বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশের স্বীকার করেছে। এমনকি যারা তাদের সঙ্গে চুক্তি করে তাদের মূল সার্টিফিকেট তারা তাদের কাছে জমা রাখে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত