X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সন্ধ্যার পর মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
৩০ মার্চ ২০১৭, ০৪:০৭আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৪:১৫

 

সন্ধ্যার পর মৌলভী বাজার সিলেটের আতিয়া মহলের পর মৌলভীবাজার সদর উপজেলার দু’টি বাড়িতে বুধবার সকাল থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ৬টা ১৮ মিনিটে জঙ্গি আস্তানার দিকে সোয়াট টিমের সদস্যরা অগ্রসর হতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা ৭টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় তিনশ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের দুই কিলোমিটার এবং পৌরসভার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পুরো এলাকায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এ ঘটনায়  শহরজুড়ে  আতঙ্ক বিরাজ করছে। তবে, রাতে অভিযান স্থগিত রাখা হয়েছে।  

মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট ও নাসিরপুর এলাকার  বাসাবাড়ির লোকজন উদ্বেগ উৎকণ্ঠায় আছেন। অনেকে বাসা-বাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন ।

খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামের নূরজাহান বেগম বলেন, ‘আমরা প্রথমে মনে করেছি আর্মি গুলি করছে। রাত থেকেই গুলির শব্দ শুনতে পাই। জানতাম না যে ওই বাড়িতে জঙ্গিরা থাকতো।  আমি মনে করেছি, আর্মি আইছে। আর্মিরা গত বছর ওখানে এসে ট্রেনিং করেছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি শত-শত পুলিশের লোক।’ তিনি আরও বলেন, ‘ভয়ে ঘর থেকে বের হচ্ছি না। ঘরের দরজায় তালা দিয়ে রাখছি।’  আর একই কথা জানালেন একই গ্রামের বাসিন্দা ওসমান আলীও।

নাসিরপুর এলাকার বারিক মিয়া বলেন, ‘শান্তির এলাকায় এখন অশান্তি দেখা দিয়েছে। আমরা ভাবতেই পারিনি যে, লন্ডনির বাগান বাড়িতে জঙ্গি আছে।’

বড়হাট এলাকার গ্রিলমিস্ত্রী কাসেম মিয়া বলেন, ‘সারাদিন ধরে দুইটা টাকা রোজগার করতে পারি নাই। আটকে আছি, বাড়িতে যাইতে পারছি না।  মানুষজন ভয়ে দোকানপাটে আসে না। তারপর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় অরও দুর্ভোগ পোহাতে হইছে। আমি এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতেছি। জঙ্গি আছে, এটা জানতাম না।’

একই এলাকার চা-দোকানি জাকির হোসেন জানান, ‘মঙ্গলবার রাত থাকি পুলিশ, র‌্যাব ও বিজিবি সড়কে সড়কে তল্লাশি চালায়। ভয়ে দোকান পাট বন্ধ করে দেই। সকালে দোকান খোলার পর শুনতে পাই গুলির শব্দ। তখনই আশপাশের দোকান পাট বন্ধ করে অনেকে চলে যায়। সকাল থেকে বিকাল পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ ছিল। বেচা-বিক্রি নাই। আমরার মৌলভীবাজারে তো জঙ্গি থাকার কথা না। আজ জঙ্গিদের কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য অচল।’

বড়হাটের মহরম ভিলা মালিক মহরম মিয়া বলেন, ‘আতঙ্কে আছি। বাচ্চাদের বাসা থেকে হতে দেই নাই। বুধবার সকাল থেকে গুলি ও গ্রেনেডের শব্দে বাইরে যাই নাই।’

মৌলভীবাজার বড়হাট কাউন্সিলর জালাল আহমদ বলেন, ‘এ ঘটনায় আশ-পাশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শঙ্কা কাটতে একটু সময় লাগবে।’

মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম (ক্রাইম)  বাংলা ট্রিবিউনকে, ‘পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়িতে এবং খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে ১৪৪ ধারা জারি রয়েছে। সাধারণ মানুষ ও যান চলাচলে সর্তকতা জারি করা  হয়েছে।’ 

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।

 আরও পড়ুন: নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ