X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

'আতঙ্ক ছড়াতেই' বোমার মতো দেখতে বস্তুটি রেখেছিল এক শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১২:১০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১২:৪৯

স্কুল থেকে উদ্ধার করা বোমা সদৃশ বস্তু

সিলেটে শহরতলীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের ভেতরে বোমার মতো যে বস্তুটি পাওয়া গিয়েছিল, এক শিক্ষার্থীই সেটি রেখেছিল। 'আতঙ্ক ছড়াতেই' এই কাজ করেছে বলে পুলিশের কাছে দাবি করেছে স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থী।  

বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমার মতো দেখতে ওই বস্তুটি স্কুল ভবনের বাইরে নিয়ে আসেন। এরপর তারা এটি 'নিষ্ক্রিয়' করার কাজ শুরু করে। তখনই ধরা পড়ে এটা কোনও বোমা নয়।  এটি ছিল কাগজ, লাল টেপ আর হেডফোন দিয়ে মোড়ানো একটি বস্তু। যার মধ্যে কোনও ধরনের বিস্ফোরক নেই।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জিদান আল মুসা জানান, 'শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। মঙ্গলবার ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে সিসিটিভি এড়াতে সন্দেহজনকভাবে ওই স্থানে এক শিক্ষার্থী ঘোরাফেরা করছিল। পরে ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সে স্বীকার করে খেলার ছলে সে এ কাজটি করেছে। তবে ওই বস্তুটিতে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। আতঙ্ক ছড়াতে বস্তুটি মোবাইল ফোনের হ্যাডফোন ও লাল টেপ দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়েছিল।'

স্কলার্সহোমের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দীকি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী এ কাজটি খেলার ছলে করেছে। তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে।’

তিনি আরও জানান, মঙ্গলবার ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করার সময় শিক্ষার্থীদেরকে চেকিং করার সময় সে পাশ কাটিয়ে দিয়ে চলে যাওয়ার বিষয়টি ক্যামেরার ধরা পড়ে। এরপর পুলিশ ও র‌্যাবের সদস্যরা ভিডিও ফুটেজ দেখে তার বাসায় অভিযান চালান। 

/এসটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি