X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৫ দফা দাবিতে হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৭, ১২:৩০আপডেট : ২১ মে ২০১৭, ১২:৩২

সিলেটে শ্রমিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, হাইওয়েতে পুলিশের নির্যাতন বন্ধ, পৌর এলাকায় অবৈধ ট্যাক্স বন্ধসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জসহ সিলেট বিভাগ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের ফলে রবিবার সকাল থেকেই হবিগঞ্জের সড়ক পথে বাস-ট্রাকসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।

বাস ধর্মঘট পরিবহন নেতারা জানান, পহেলা মে সিলেটে একটি অনুষ্ঠানে একদল সন্ত্রাসী শ্রমিকদের ওপর হামলা করে উল্টো তাদের নামেই মিথ্যা মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে গত ৮ মে সিলেট বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় ২০ মে’র মধ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট বিভাগীয় কমিশনারকে আল্টিমেটাম দেন শ্রমিক নেতারা। ২০ মে’র মধ্যে বিভাগীয় কমিশনারের কাছ থেকে কোনও ধরনের সহযোগিতা না পাওয়ায় শ্রমিক নেতারা রবিবার ভোর থেকে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এদিকে, সড়কে যান চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সকালে পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায় অনেক যাত্রীই বাস না পেয়ে বিকল্প উপায়ে চলাচলের চেষ্টা করছেন। বিশেষ করে অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান, ৫ দফা দাবি আদায়ের লক্ষে সিলেট বিভাগ থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তাদের দাবির সঙ্গে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন একাত্মতা প্রকাশ করে সকল সড়কে ধর্মঘট আহ্বান করা হয়েছে। ফলে ভোর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। ৫ দফা দাবি আদায় না হওয়া পযন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে, বলেও জানান তিনি।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, সিলেট বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ একাত্মতা প্রকাশ করে সড়কে ধর্মঘট আহ্বান করা হয়েছে। ফলে ভোর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার