X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আবগারি শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ২১:১৫আপডেট : ০৯ জুন ২০১৭, ০৩:০২

আবগারি শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী  

ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যবসায়ীসহ বিভিন্ন গোষ্ঠি ১৫ শতাংশ ভ্যাট প্রয়োগের প্রস্তাব পুণর্বিবেচনার দাবি জানালও এটি কমানোর সুযোগ নেই।  বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে নগরীর মদন মোহন কলেজ সরকারিকরণের অংশ হিসেবে স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর উপলক্ষ্য ‘ডিড অব গিফট নিবন্ধন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মাল মুহিত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

 তিনি বলেন, আগের ব্যাংকে বিশ হাজার টাকা রাখলেও শুল্ক দিতে হতো। এখন ব্যাংকে এক লাখের নিচে টাকা রাখলে কোনও শুল্ক দিতে হবে না। এক লাখ টাকা বেশি হলেই শুল্ক দিতে হবে ভ্যাট আইনটি ২০১২ সাল থেকে ঝুলে আছে। তাদের দাবিতে বার বার পেছানো হচ্ছে। আর পেছানোর কোনও সুযোগ নেই।

অনুষ্ঠানে সিলেটের মদনমোহন কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এর স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের হস্তান্তর করা হয়। সদর সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে ডিড অব গিফ্ট এবং ঘোষণাপত্র দলিল নিবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ নিষ্কণ্টক ১.৫৪২০ একর ভূমি ও স্থাপনা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষামন্ত্রণালয়ের বরাবরে হস্তান্তর করেন। কলেজের পক্ষে গভর্নিং বডির সদস্য সচিব অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ দলিলে সই করেন। এছাড়া সিটি করপোরেশনের আওতাধীন ৩৩ শতক ভূমিও হস্তান্তরের কথা জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।  এ প্রক্রিয়ার মধ্যদিয়ে ৭৭ বছরের পুরনো মদনমোহন কলেজ সরকারিকরণের জন্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হলো।


অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন- আজ (বৃহস্পতিবার) মদনমোহন কলেজের জন্য ঐতিহাসিক পালাবদলের মুহূর্ত। ৭৭ বছরের পুরনো মদনমোহন কলেজ এর স্থাবর-অস্থাবার সম্পত্তি ডিড অব গিফ্ট নিবন্ধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখলো । 

এসময় অর্থমন্ত্রী জানান- কলেজের প্রতিষ্ঠাতা দুই ভাই মোহিনীমোহন দাস ও যোগেন্দ্রমোহন দাসের নামে পুরনো মোহিনীমোহন ভবন ও যোগ্রেন্দ্রমোহন ভবনের স্থলে দুটি ১০ তলা ভবনের নির্মাণকাজ খুব শিগগিরই শুরু হবে। পৃথক ১০ তলা দুই ভবনে অডিটোরিয়ামসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা থাকবে। এরমধ্যে ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে তিনি জানান।
/জেবি/

 আরও পড়তে পারেন: ৫৭ ধারায় জাবি’র সাবেক ছাত্রলীগে নেতা গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু