X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুন ২০১৭, ১৭:২৯আপডেট : ১২ জুন ২০১৭, ০০:৩৬

মৌলভীবাজারে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির লোগো উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শিক্ষা প্রতিষ্ঠান ‘বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ’ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার (১১ জুন) বেলা ৩টার দিকে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বিচারপতির শিক্ষা প্রতিষ্ঠানটির লোগো উন্মোচন করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করে এ সরকারের আমলেই তা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার শিক্ষাকে একটা শৃঙ্খলায় নিয়ে এসেছে। শুধু প্রথাগত শিক্ষা অর্জন করলেই হবে না; নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করেও গড়ে তুলতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ থেকে দারিদ্র্য, নিরক্ষরতা দূর করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এবার প্রথম ৫টি নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে মণিপুরী, চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষৃদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ নৃ-গোষ্ঠীসহ সবার জন্য আলোর দিশারী হবে। এখানে প্রধান বিচারপতির সম্মানার্থে একসঙ্গে দুটি ধাপের স্বীকৃতি দেবো। অচিরেই বহুতল ভবন নির্মিত হবে।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুজিত কুমার সিংহের সভাপতিত্বে ও টিভি উপস্থাপিকা লাবন্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, এলজিইডি’র সিসিটিএফ-এর প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, ওসি বদরুল হাসান, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও উপস্থিত ছিলেন।

শ্রী হর্ষবর্ধন শ্রিংলা ভারতীয় অর্থায়নে কেনা বেশ কিছু পাঠ্যপুস্তক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। তিনি এলাকাটির উন্নয়নের জন্য প্রধান বিচারপতির প্রশংসা করেন।

মৌলভীবাজারে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ঝরেপড়া রোধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছয় লাখ টাকা ব্যয়ে দূরবর্তী গ্রামের ৮০ জন স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

উপজেলার ললিত মোহন -ধনবতী স্মৃতি মহাশ্মশানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

এর আগে উপজেলার ললিত মোহন -ধনবতী স্মৃতি মহাশ্মশানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেসময়ও উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল প্রমুখ।

/এমএ/জেবি/

আরও পড়তে পারেন: ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে’

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার