X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শিবির অফিসে পুলিশি অভিযান: দেশীয় অস্ত্রসহ তিন জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:০২

শিবির অফিস থেকে উদ্ধারকৃত অস্ত্র

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার শিবির অফিসে ফের অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় পাইপগান ও গুলিসহ দেশীয় অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে ১১ শিবির নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জন শিবির নেতাকর্মীকে আসামি করে পৃথক দুইটি মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

তারা হলেন, শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে সরোয়ার (২০), কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার কাটখাল গ্রামের রনু মিয়ার ছেলে নাজমুল হোসেন (২১) ও জেলার মাধবপুর উপজেলার কাটুরা গ্রামের হিরা মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (২৫)।

বুধবার পুলিশ গোপন সংবাদ পায় শিবির কর্মীরা সরকার বিরোধী বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের অনন্তপুর এলাকায় ছাত্রশিবিরের অফিসে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এতে ওসি তদন্ত মানিকুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। 

এক পর্যায়ে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোর রাতে ওই অফিসে ফের অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পাইপগান ও গুলিসহ দেশীয় অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করে পুলিশ। পরে আটক শিবির কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি মেসে পুলিশ অভিযান চালায়। তবে পুলিশের অভিযানের আগেই ম্যাস থেকে পালিয়ে যায় শিবির নেতাকর্মীরা।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত তিন জনসহ ১১ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সিলেটের হিযবুত তাহরীর সদস্য ঢাকায় গ্রেফতার



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ