X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাবি শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলা: শিক্ষকসহ আহত ১০

শাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১৪:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৪:৩৫

শাবি শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলা: শিক্ষকসহ আহত  ১০ ছিনতাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিক্ষকসহ ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট আশিষ কুমার বণিক, ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ, পুলিশ সদস্য সোহেল রানাসহ ১০ জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছিনতাইয়ের প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ক্যাম্পাস ও প্রক্টর অফিস সূত্রে জানা যায়, গত এক মাসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকায় অন্তত ২০ জন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। এসব ঘটনায় মোবাইল ফোনসহ মূল্যবান কাগজপত্র হারিয়ে যায় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন আহতও  হন। রবিবারও দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন।

শাবির প্রক্টর জহির উদ্দীন আহমেদ জানান, শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করায় তারা অবরোধ তুলে নেয়। কিন্তু পরবর্তীতে শ্রমিকরা হামলা চালালে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন:

ব্লগার অভিজিৎ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ