X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তিন মাসের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ঢাকা থেকে সুনামগঞ্জে: মঞ্জু

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ০১:২১আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ০৩:৩৫

তিন মাসের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ঢাকা থেকে সুনামগঞ্জে: মঞ্জু পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণে আগামী তিন মাস পুরো পানিসম্পদ মন্ত্রণালয় ঢাকা থেকে সুনামগঞ্জে চলে আসবে। গেল বছরের অকাল বন্যার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ রয়েছে মন্ত্রণালয় ও সরকার। সঠিকভাবে বাঁধ নির্মাণের কাজ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিশ্চিত করতে হবে। আবার যেন পানি এসে ফসল নষ্ট না হয় সে ব্যবস্থা করতে হবে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত সুনামগঞ্জ জেলার হাওরসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য চলমান প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ে ৩০০ কোটি টাকার কম কোনও প্রকল্প নেই। কিভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে তা বিশেষজ্ঞরা নিশ্চিত করবেন। আজকাল বন্যা ও ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়া যায়। সে তথ্যগুলো জনগণকে আগাম জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের কমর্কতারা আগামী তিন মাসে তিন বার আসবেন ও ১০/১৫ দিন করে থাকবেন। হাওর রক্ষা বাঁধ নির্মাণে পাউবোতে জনবল দেওয়া হয়েছে। জনবলের কোনও সংকট নেই।’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, ‘গত বছর বাঁধ নির্মাণে যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ পিআইসির মাধ্যমে চলছে। এখন পর্যন্ত বাঁধ নির্মাণে ৮১৫টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে তাদের মধ্যে ১৩১টি পিআইসি কাজ শুরু করে দিয়েছে। বাঁধ নির্মাণের জন্য শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ইসরাত জাহান, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, সাংবাদিক পংকজ কান্তি দে, এমরানুল হক চৌধুরীসহ আরও অনেকে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, ইয়াহিয়া চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, যুগ্মসচিব সিলেট বিভাগ মো. মতিউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক কে এম আনোয়ার হোসেনসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা