X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কাতারে ছুরিকাঘাতে বাংলাদেশি নাগরিক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১২:২৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ১২:৪৯

 

নিহত বাংলাদেশি নাগরিক আফছার উদ্দিন চৌধুরী রাজু মধ্যপ্রাচ্যের কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আফছার উদ্দিন চৌধুরী রাজু নামে এক (২৯) বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গত শুক্রবার (৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার (১২ মার্চ) সকালে নিহতের চাচাতো ভাই রাকিব চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত আফছার উদ্দিন চৌধুরী রাজু কাতার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। আসামি গ্রেফতারে অভিযানে গিয়ে ভিয়েতনামের দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তিনি। নিহত রাজু কুলাউড়া সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মো. আব্দুল আউয়াল চৌধুরীর ছেলে।

নিহতের চাচাতো ভাই রাকিব চৌধুরী জানান, রাজুর লাশ কাতারের দোহায় হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সময় রাজুর সঙ্গে  থাকা আহত কাতারের আরও তিন পুলিশকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাজু ২০১৪ সালে  কাতারে যান। সেখানে তিনি সিআইডি পুলিশে চাকরি করতেন। তার মা-বাবা ও এক বোন রয়েছে। রাজুর মৃত্যুতে তার বাড়িতে শোকের মাতম চলছে।

রাজুর বাবা আব্দুল আউয়াল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।’

রাজুর বড় চাচা আব্দুল আহাদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার একমাত্র ভাতিজা রাজুর মৃতদেহ কাতারের দোহায় হামাদ হাসপাতালে পড়ে থাকতে দেখে সেখানকার পরিচিত একজন ফোন করে বাড়িতে খবর দেন। তার মৃতদেহ দেশে আনার জন্য কাতারের রাষ্ট্রদূত বরাবর অাবেদন করা হয়েছে।’

 

/এসএসএ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি