X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঝড়ে মৌলভীবাজারে গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ মে ২০১৮, ০২:০৬আপডেট : ০৯ মে ২০১৮, ০২:০৯

ঝড়ে রাস্তার ওপর উপড়ে পড়া গাছ ররিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সৃষ্ট ঝড়-তুফানে মৌলভীবাজারে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হয়। জেলা সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে। এদিকে ঝড়-তুফানে অনেক বাড়ি-ঘরও বিধ্বস্ত  হয়।

মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড়ি এলাকায় একটি বড় গাছ ভেঙ্গে ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। পরে বৃষ্টি থামার পর বিদ্যুৎকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সরিয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করলে বিকাল ৫টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) গোলাম ফারুক বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় মঙ্গলবার ঝড়-বৃষ্টির সময় একটি বড় গাছ ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ৫ ঘণ্টা সময় লাগে। এর আগে রবিবার রাতে কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বৈদ্যুতিক লাইনেরও ক্ষতি হয়। এতে রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আবার মঙ্গলবার রাত থেকে ঝড়-তুফানে মাগুরছড়া এলাকায় গাছ উপড়ে পড়ে প্রায় বেশ কয়েক স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যায়।’

মৌলভীবাজার বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) তাসনীম আলম বলন, ‘কাল বৈশাখী ঝড়ে ফেঞ্চুগঞ্জ থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ৩৩ কেভির দীর্ঘ লাইনের ১২/১৫ স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও গাছ কেটে সরানো হয়েছে, আবার কোথাও কাজ চলছে। গাছপালা সরানো ও লাইন মেরামতের পর বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়া হয়।’

এদিকে, প্রায় ২৫ ঘণ্টা ধরে কমলগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। এতে চা কারখানায় চা উৎপাদনে বিঘ্ন ঘটে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোবারক হোসেন সরকার বলেন, ‘মঙ্গলবার সকালের ঝড়-বৃষ্টির সময় ও রবিবার-সোমবার রাতের বৈশাখী ঝড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়।’

ঝড়ে রেল লাইনের ওপর উপড়ে পড়া গাছ লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুই দফা গাছ পড়ে ৯ ঘণ্টা সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিল। একইসঙ্গে লাউয়াছড়া পাকা সড়কের বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে ১২/১৫ ঘণ্টা বন্ধ ছিল শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কপথ।

মৌলভীবাজার সদর উপজেলার ধনেশ্রী, রায়পুর, কুলাউড়া রোড, একাটুনা বাজার, বিশ্বম্বরপুর, কালেঙ্গাসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ১৫-২০ ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকায় অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে মির্জাপুর, সিন্দুরখান, কালাপুর ও কালিঘাট ইউনিয়নের এলাকায় বাড়ি-ঘর বেশি বিধ্বস্ত হয়েছে। এতে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, কালবৈশাখী ঝড় ও অব্যাহত ভারী বর্ষণে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ফসলেরও কিছুটা ক্ষতি হয়েছে।’

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ‘দুইটি উপজেলায় ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। আশি করি ২/১ দিনের হিসাব দিতে পারবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি