X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন সিলেটের প্রার্থীরা

সিলেট প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১৩:২২আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:৫০

প্রতীক বুঝে নিচ্ছেন কামরান প্রতীক পাওয়ার পর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। মঙ্গলবার (১০ জুলাই) সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া বাকি ৫ মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন।

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করার পর বদরউদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম দরগাহসহ আশপাশ এলাকায় প্রচার শুরু করেন।

নির্বাচন অফিস থেকে জানা গেছে, সাবেক মেয়র কামরান লড়বেন দলীয় প্রতীক নৌকা নিয়ে। বিএনপির প্রার্থী আরিফুল হক লড়বেন ধানের শীষ প্রতীকে। নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ি প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ মার্কা।

প্রতীক বরাদ্দের পর জনসংযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হোক চৌধুরী সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার একথা জানিয়েছেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তবে তাদেরকে নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচার চালিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

বিএনপির মেয়র পদপ্রার্থী আরফিুল হক নগরের কাজীটুলার মিতা কমিউনিটি সেন্টারে নির্বাচনি কার্যালয় করেছেন। আর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় নির্বাচনি কার্যালয় করেছেন। জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচনি কার্যালয় করেছেন নগরের সাপ্লাই এলাকায়। বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম নগরের শাহী ঈদগাহ এলাকায় নির্বাচনি কার্যালয় করেছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট