X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ড হওয়ায় হবিগঞ্জ মুক্তিযোদ্ধারা আনন্দিত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২০:২৯

যুদ্ধাপরাধী লিয়াকত আলি

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ডের রায়ে হবিগঞ্জের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সন্তোষ প্রকাশ করেছে। তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

জানা গেছে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে জেলার লাখাই উপজেলার কৃষ্ণপুর, চন্ডিপুর, গদাইনগরসহ একাধিক গ্রামে হত্যা, ধর্ষণ ও লুটপাট চালায় রাজাকার লিয়াকত আলীসহ তার বাহিনীরা। এ ঘটনায় ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ১০১৬ সালের ১৮ জুন লিয়াকত আলী ও তার সহযোগী আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ ঘটনার পর তারা বিদেশে পালিয়ে গেছে। ঘটনার ৪৭ বছর পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এর ফলে হবিগঞ্জের মুক্তিযোদ্ধারা আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সহিদ জানিয়েছেন, আজকের রাজাকার লিয়াকত আলীসহ দুইজনের মৃত্যুদণ্ড হওয়ায় মুক্তিযোদ্ধাসহ এলাকার লোকজন অত্যন্ত খুশি হয়েছে।

তিনি বলেন,‘তারা দ্রুত সময় ধরে পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করে এনে রায় কার্যকর করতে হবে।’

হবিগঞ্জের ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, একাত্তরে রাজাকার লিয়াকতসহ তার লোকজন নিরীহ লোকজনকে হত্যা, লুটপাট ও ধর্ষন করেছে। লাখাইয়ের কৃষ্ণপুর গ্রামে এক সঙ্গে ব্রাশফায়ার করে ৪৩ জন নিরীহ লোককে হত্যা করেছে। তার মৃত্যুদণ্ড হওয়ায় আমরা লাখাইবাসী খুশি ও আনন্দিত।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ