X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ছাড়াই শাবির প্রতিষ্ঠাবার্ষিকীর সাদামাটা উদযাপন

শাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪২

শাবির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা সাফল্যের ২৮তম বছর পেরিয়ে ২৯তম বছরে পদার্পণ করেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে এবার দিবসটি উদযাপন করা হয়েছে।

তবে এবারের বিশ্ববিদ্যালয় দিবসে অন্যান্যবারের মতো শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়েই দিবসটি উদযাপন করেছে প্রশাসন। অন্য সময় বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রার প্রথম সারিতে রঙ-বেরঙয়ের বসনে সজ্জিত শিক্ষার্থীদের দেখা গেলেও এবার তা দেখা যায়নি। তাদের জায়গায় এবার বিশ্ববিদ্যালয় দিবস লেখা ডালা-কুলা নিয়ে বিভিন্ন বিভাগের নারী শিক্ষকরা শোভাযাত্রা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিভাগে আজ ক্লাস থাকার কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৮ বছর পার করলেও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রশাসন বিশেষ কোনও কর্মসূচি হাতে নেয় না। কেক কাটা আর র‌্যালির মতো সাদামাটা অনুষ্ঠান দিয়েই দিবসটি পার করা হয়। আকৃষ্ট করার মতো কোনও কর্মসূচি না থাকায় এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসছে।

শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, কর্মসূচিতে শিক্ষার্থীদের অনুপস্থিতির দায় আমাদের। আমরা প্রত্যেক বিভাগকে চিঠি দিয়েছিলাম। কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে এ বিষয়টি জানাতে ব্যর্থ হন। এজন্য শিক্ষার্থীদের তেমন উপস্থিতি ছিল না।

/টিটি/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?