X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গুতগুতি গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ০৯:১২আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৯:১৭

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়ায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে দিলু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিলু মিয়ার গুতগুতি গ্রামের লাল মিয়ার ছেলে। আহতরা হলেন— এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া ও মমতা বেগম।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো— এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া ও কামরুল মিয়া।

নিহতের ভাগ্নে জুনেদ আহমদ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামে সাড়ে তিন শতক জমি নিয়ে নিজেদের বাড়ির উঠানে দুপুরে এলাইছ মিয়া, তরী মিয়া, মানিক মিয়া ও কামরুল মিয়ার সঙ্গে দিলু মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দিলু মিয়ার পেটে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পেটে গুরুতর জখম হওয়ায়, প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে সিলেট নেওয়া সময় বিকালের দিকে মৃত্যু হয়।

নিহতের ভাগ্নে জুনেদ আহমদ সন্ধ্যায় জানান, ‘দিলু মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ কুলাউড়ায় নিয়ে আসা হবে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, ‘সংঘর্ষে দিলু মিয়া নিহত হন। চারজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ