X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছয় মানব পাচারকারীর বিরুদ্ধে দুই মামলা

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
০৯ জুলাই ২০১৯, ০৩:১৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৩:২০

মৌলভীবাজার ছয় মানব পাচারকারীর বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জুয়েল আহমদের বাবা মো. জামাল উদ্দিন ও নিহত ফাহাদ আহমদের মা আয়েশা আক্তার মামলা দুটি করেছেন।

রবিবার (৭ জুলাই) বড়লেখা থানা পুলিশ জামাল উদ্দিনের মামলাটি রেকর্ডভুক্ত করে। আর আয়েশা আক্তার দেড় মাস আগে তার মামলাটি দায়ের করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে বড়লেখার এক যুবক নিহত ও অপর যুবক নিখোঁজের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। নিহত ফাহাদ আহমদের মা আয়েশা আক্তারের মামলায় দালাল নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগমকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। নিখোঁজ জুয়েলের বাবা জামাল উদ্দিনের মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মামলার আসামিরা হলো- বড়লেখা উপজেলার বোয়ালী গ্রামের মৃত আনফর আলীর ছেলে নাসির উদ্দিন, তার স্ত্রী মনোয়ারা বেগম; বিয়ানীবাজার উপজেলার পেনগ্রামের মৃত জুয়াইদ আলীর ছেলে বদরুল হোসেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কাটলিপাড়া গ্রামের চমক আলীর ছেলে রফিক উদ্দিন, লিবিয়ায় অবস্থানকারী তার ছেলে পারভেজ আহমদ ও বড়লেখার ভবানীপুর গ্রামের আসাব আলীর ছেলে নুরুল হক।

মামলার এজাহারে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জুয়েলের বাবা জামাল উদ্দিন অভিযোগ করেন, দালাল নাসির উদ্দিন তার ছেলে জুয়েলকে বিমানযোগে ইতালি পাঠানোর কথা বলে বিয়ানীবাজারের দালাল বদরুল হোসেনকে বাড়িতে নিয়ে আসে। দুই ধাপে ইতালি পাঠানোর ব্যবস্থা করতে পারবে জানিয়ে ভিসা ও টিকিটসহ অন্যান্য খরচ বাবদ ৮ লাখ ২০ হাজার টাকা তারা নির্ধারণ করে। লিবিয়া পৌঁছার পর ৫ লাখ এবং ইতালি পৌঁছার পর ৩ লাখ ২০ হাজার টাকা নেওয়ার কথা হয়। কিন্তু আদম বেপারি চক্র তার ছেলে জুয়েলকে লিবিয়ায় জিম্মি করে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। লিবিয়া থেকে ইতালিতে বিমানযোগে না পাঠিয়ে অবৈধপথে নৌকাযোগে পাঠাতে গিয়ে ১০ মে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বিভিন্ন দেশের শতাধিক মানুষ মারা যায়। এরমধ্যে ৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়। কিন্তু, জুয়েলের সন্ধান মেলেনি। এরপর থেকে নিখোঁজ জুয়েলের খবর জানতে দালাল নাসির ও বদরুলের সঙ্গে যোগাযোগ করলে তারা জুয়েল ভালো আছে বলে জানায়। ছেলেকে দেশে এনে দেওয়ার কথা বললে বাংলাদেশে ও লিবিয়ায় অবস্থানরত দালালরা বিভিন্নভাবে হুমকি দেয়।

এদিকে ইতালি পাঠানোর নামে ৮ লাখ টাকার চুক্তিতে ১৪ লাখ টাকা নিয়েও দালালরা ইতালি পাঠায়নি বড়লেখার ফাহাদ আহমদকে। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ফাহাদের মৃত্যুর ঘটনায় তার মা আয়েশা আক্তার দালাল নাসির উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগমের নাম উল্লেখ ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মানবপাচার ও মানিলন্ডারিং আইনে থানায় মামলা করেছেন। এ মামলায় পুলিশ নাসিরের স্ত্রী মনোয়ারা বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ