X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মৌলভীবাজারে ছেলেধরা সন্দেহে চার যুবককে পুলিশে সোপর্দ

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ০৯:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:৩২

ছেলেধরা সন্দেহে আটক চার জন মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে চার জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেছেন স্থানীয়রা। এদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। রবিবার (২১) এ ঘটনা ঘটে।

কুলাউড়ার হাজীপুরে ছেলেধরা সন্দেহে বসন্ত কর (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২১ জুলাই) রাতে উপজেলার পীরের বাজারের খাতাইর পার গ্রামে তাকে একটি বাড়িতে প্রবেশ করতে দেখে স্থানীয়রা আটক করে। পরে কুলাউড়া পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। বসন্ত করের বাড়ি কমলগঞ্জ উপজেলার পৌরসভার এলাকার আলেপুর গ্রামে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কানাইলাল চক্রবর্তী বলেন, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলায় আরও দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান ও সুসেন দাস  জানান, রবিবার সন্ধ্যার  দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় সানাউল্যাহ (২৫) নামে অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে ছেলেধরা সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে মানসিক ভারসাম্যহীন।

উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রাম এলাকা থেকে ছেলেধরা সন্দেহে শহীদুর রহমান (৩২) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আটক শহীদুরের বাড়ি কমলগঞ্জ উপজেলায়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া মৌলভীবাজারের শহরের চাঁদনীঘাট এলাকায় ছেলেধরা সন্দেহে রিকশাচালক চন্দন পালকে (৪৫) গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চন্দনকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, মৌলভীবাজার শহরে পূর্ব পরিচিত এক লোকের খোঁজাখুঁজির সময় স্থানীয়দের রোষানলে পড়ে চন্দন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক
পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
আরও ৮ জনের করোনা শনাক্ত
আরও ৮ জনের করোনা শনাক্ত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’