X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রেমিকের সঙ্গে বোন পালানোয় মাকে কুপিয়ে ভাইয়ের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১১:০৪আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১১:০৪

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমিকের হাত ধরে বোনের পালিয়ে যাওয়ার ঘটনার জের ধরে মাকে বঁটি দিয়ে কোপানোর পর বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক। উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের আলীম উদ্দীনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। বিষপানে আত্মহত্যাকারী যুবকের নাম শাহানুর মিয়া (২৬)। তিনি আলীম উদ্দীনের আট ছেলের মধ্যে দ্বিতীয়।

স্থানীয় সূত্রে ও শাহানুর মিয়ার স্বজনরা জানান, ছোট বোনের জন্য পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে পাত্র ঠিক করে শুক্রবার (৬ আগস্ট) বিয়ের দিন ধার্য করেছিলেন শাহানুর। তবে গত রবিবার (১ আগস্ট) গোপনে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তার বোন। পরদিন সোমবার (২ আগস্ট) এ নিয়ে পারিবারিক কলহ বাধলে মা খোদেজা বেগমকে (৫০) কুপিয়ে জখম করে বাড়ি থেকে চলে যান শাহানুর। পরিবারের লোকেরা গুরুতর আহত খোদেজা বেগমকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনার পরদিন মঙ্গলবার (৩ আগস্ট) বাড়ি ফিরে আসেন শাহানুর।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে এসে সন্ধ্যার পর সবার অজান্তে বিষপান করেন। স্বজনরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় বিষপান করা শাহানুর মিয়াকে জরুরি বিভাগে আনা হয়। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগেরদিন শাহানুরের মা খোদেজা বেগম ধারালো অস্ত্রের জখম নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে সূত্র।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বশেষ খবর
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে