X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগে মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরের মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন একই পৌরসভার এক নারী কাউন্সিলর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেনের আদালতে মামলাটি করেন তিনি। এটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, ২২ আগস্ট অনুষ্ঠিত পৌর পরিষদের সভা শেষে মেয়র আবুল কালাম চৌধুরী ওই নারী কাউন্সিলরকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানি করেছেন—এমন অভিযোগ এনে মামলা করেন ওই নারী কাউন্সিলর। প্রভাবশালী মেয়র তার সঙ্গে বৈরী আচরণ ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার থেকে জানা গেছে, গত ২২ আগস্ট ছাতক পৌর ভবনে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কাউন্সিলরকে নিজের অফিসে বসতে বলেন মেয়র। এরপর অন্য কাউন্সিলরদের বিদায় দিয়ে ভুক্তভোগীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন। পরে মেয়রের কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান তিনি। এছাড়া গত পৌরসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই মেয়র আবুল কালাম চৌধুরী বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। ফলে প্রায় সময় পৌরসভার বৈঠকে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই এ কাউন্সিলর চলে আসতেন। এ কারণে দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না বলেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

বাদীপক্ষের আইনজীবী আমিরুল হক বলেন, ‘বিচারক অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

এদিকে পৌরসভা সূত্রে জানা গেছে, ছাতক পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে স্থানীয় নারী কাউন্সিলর ও তার স্বামী চাঁদা নিয়েছেন মর্মে গত ১৮ আগস্ট মেয়রের কাছে একটি লিখিত অভিযোগ করেন ইজিবাইক চালক আতিকুল মিয়া, নূরুল হোসেন ও বিরাজ আলী। ২২ আগস্ট অনুষ্ঠিত পৌর পরিষদের বিশেষ সভায় বিষয়টি উত্থাপন করলে উপস্থিত ১১ সদস্যের মধ্যে ১০ জনের সম্মতিতে ওই নারী কাউন্সিলরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় ২৬ আগস্ট অনুষ্ঠিত পরিষদের আরেক সভায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় পৌর পরিষদ। সেই সঙ্গে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাতক থানায় পৌরসভার পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্তও হয়। ২৬ আগস্ট ওই নারী কাউন্সিলর ও তার স্বামীসহ চার জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন পৌরসভার অফিস সহায়ক দীপ্ত বণিক।

সূত্র আরও জানায়, অভিযুক্ত নারী কাউন্সিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ ও মামলা দায়েরের সিদ্ধান্ত হওয়ার পর ওইদিন সভা শেষে পৌরসভা অফিসে তুলকালাম কাণ্ড ঘটান ওই নারী কাউন্সিলর এবং তার স্বজনরা। পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী দাবি করেন, ‘ওই নারী কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে ইজিবাইক চালকদের করা চাঁদাবাজির অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার পর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। তার বিরুদ্ধে আসা অভিযোগ ও পৌর পরিষদের সভার সিদ্ধান্তই অভিযোগের সত্য-মিথ্যা প্রমাণ করবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক