X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিদেশে বন্ধুত্ব, দেশে এসে এটিএম বুথের টাকা লুট

সিলেট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ লুটের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ ও সাফি উদ্দিন জাহির বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘গ্রেফতার শামীম আহমেদ ও সাফি উদ্দিন জাহির দীর্ঘদিন দুবাই থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একসময় দেশে ফিরে দুইজনই চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। শেরপুরে এটিএম বুথ লুটও শামীম ও জাহিরের পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়। গ্রেফতার শামীম একসময় ওমান থাকতেন। সেখানকার স্থানীয় ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় আট বছর কারাবাস করেন। শেরপুরের ঘটনার পরও সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শামীমের বাসা তল্লাশি করে বুথ লুটে ব্যবহৃত মোটরসাইকেল এবং পাসপোর্ট জব্দ করা হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘দেশে এটিএম বুথ লুটের ঘটনা বিরল। ব্যাংকের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এ ধরনের লুট আমাদের বিস্মিত করছে। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।’

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএমে হানা দেয় চার অস্ত্রধারী। তারা বুথের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে বুথে থাকা মেশিন ভেঙে ২৪ লাখ সাড়ে পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগর থানায় অজ্ঞাত চার জনকে আসামি করে মামলা করে।

পুলিশ জানায়, ২০ থেকে ২২ সেপ্টেম্বর টানা তিন দিন হবিগঞ্জ শহরের একাধিক স্থানে অভিযান চালানো হয়।  বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার সদর থানাধীন পাঁচপাড়িয়া গ্রাম থেকে সাফি উদ্দিন জাহিরকে (৩৮) গ্রেফতার করা হয়। জাহির পাঁচপাড়িয়া গ্রামের মমতাজ উদ্দিন মাস্টারের ছেলে। তার দেওয়া তথ্যমতে, ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশ থেকে বুথের মেশিন ভাঙার শাবল উদ্ধার করে জব্দ করে পুলিশ। বুথ লুটকারী চার জনকেই গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়