X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে মনু নদীর পানি কমছে

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জুন ২০২২, ১১:৪৭আপডেট : ২২ জুন ২০২২, ১১:৫১

মৌলভীবাজারে মনু নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার (২২ জুন) সকাল থেকে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বেলা ১১টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জমান জানান, উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায় আপাতত বৃষ্টি হচ্ছে না। যে তিনটি খাল দিয়ে মনু নদীতে পানি আসে, সেগুলোতে পানি নেই। তাই মনু নদীর পানি কমে এখন বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার (২১ জুন) দুপুরে সরেজমিন মনু নদী সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, আগের দিনের চেয়ে নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচে আছে।

অপরদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে মৌলভীবাজারের শেরপুর এলাকা, খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়ার ইউনিয়নের বন্যাদুর্গত মানুষ দুর্ভোগে পড়েছেন। পানি বাড়তে থাকায় বোরো ধান, গৃহপালিত গবাদিপশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে আর বসতবাড়িতে থাকা যাচ্ছে না। তাই আত্মীয়-স্বজনের বাসাবাড়ি ও আশ্রয়কেন্দ্রে উঠছেন তারা। অনেক স্থানে প্রধান সড়কে গরু-ছাগলসহ গবাদিপশু রাখা হয়েছে। 

স্থানীয় রফিক মিয়া, জব্বার মিয়া ও রহিমা বেগম জানান, আশ্রয়কেন্দ্রে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। সব সময় শুকনো খাবার দেওয়া হচ্ছে। কিন্তু সব বেলা শুকনো খাবার খাওয়া যায় না।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‌‘মনু নদীর পানি কমেছে। ২-১ দিনের মধ্যে আরও কমে যাবে।বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে শুকনা খাবারের পাশাপাশি খিচুড়ি রান্না করে দেওয়া হবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে ১০১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে নারী, পুরুষ ও শিশু মিলে ২৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। গবাদিপশু আছে দেড় হাজার। ৬০ জন স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন। জেলার সাতটি উপজেলার ৪২টি ইউনিয়নে পানিবন্দি চার লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার মানুষ ও এক হাজার ৩০টি ঘরবাড়ি। চার হাজার ২শ’ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় মারা গেছেন তিন জন। বন্যার্তদের মাঝে ২১০ মেট্রিকটন চাল ও ১৭শ’ প্যাকেট শুকনা খাবার এবং ১৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুড়ী ও বড়লেখা এবং কুলাউড়া উপজেলার কিছু ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ১৫ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!