X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার 

সুনামগঞ্জ প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২২, ১৭:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৮:০৩

চাঁদাবাজি ও অপহরণ মামলায় সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই অভিযোগে তার চাচাতো ভাই মুর্শেদ আলমকেও গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ আগস্ট রাত সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলার সমশার হাওরের জেটি থেকে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে অপহরণ করে ১৪-১৫ জনের একটি দল। ১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না করায় তাদের অপহরণ করা হয়। রাতভর চালানো হয় শারীরিক নির্যাতন।

বিষয়টি জানাজানি হলে এবং থানায় অভিযোগ করা হলে অপহরণকারী চক্রের সদস্যরা ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে ১৩ আগস্ট ভোরে ছেড়ে দেয়। এরপর তাহিরপুর থানা পুলিশের একটি দল মুর্শেদকে লাউড়ের গড় সাহিদাবাদ এলাকা থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় সুনামগঞ্জ পৌর এলাকার হাসন নগরের ওলিউর রহমান বাদী হয়ে মুর্শেদ, তার অপর তিন ভাইসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় চাঁদাবাজি ও অপহরণ মামলা করেন। এরই ধারাবাহিকতায় মুর্শেদের চাচাতো ভাই শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদকে গ্রেফতার করা হয়েছে।

সেলিম আহমদের ভাই নিজাম উদ্দিন বলেন, ‘তাহিরপুর থানায় করা মামলার এজাহারে আমার ভাইয়ের নাম নাম নেই। এক সপ্তাহ আগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেলিম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ঘটনার কয়েকদিন পর হঠাৎ তাকে গ্রেফতারের ঘটনা সাজানো।’

সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘তাহিরপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!