X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

লক্ষ্মীপুরে বড় ভাই আবদুল হান্নানকে (২৫) কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই আবদুল মান্নানকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আবদুল মান্নান। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চর পার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, হান্নানকে বিয়ে করানোর পর থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বড় ভাই হান্নান তার স্ত্রীকে নিয়ে মান্নানের প্রতি সন্দেহ পোষণ করতেন। ২০১৯ সালের ১৯ ফ্রেব্রুয়ারি রাতে মান্নানকে বসতঘরের জানালার পাশে দেখতে পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন হান্নান। এক পর্যায়ে তাকে মারধর করেন। এ সময় মান্নান একটি দা নিয়ে হান্নানের ঘরে প্রবেশ করেন। বাগবিগণ্ডার এক পর্যায়ে হান্নানের ঘাড়ে দা দিয়ে আঘাত করেন। এতে তার ঘাড়ের বেশিরভাগ অংশ মাথা থেকে আলাদা হয়ে যায়। এরপর ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়। 

এ ঘটনায় তাদের বাবা আবুল কালাম বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি ছোট ছেলে মান্নানকে বিবাদী করে সদর থানায় হত্যা মামলা করেন। পরদিন তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

২০১৯ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস মান্নানকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মান্নানকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বিয়ে না করানোয় মাকে হত্যা
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী