X
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

লক্ষ্মীপুরে বড় ভাই আবদুল হান্নানকে (২৫) কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই আবদুল মান্নানকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আবদুল মান্নান। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চর পার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, হান্নানকে বিয়ে করানোর পর থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বড় ভাই হান্নান তার স্ত্রীকে নিয়ে মান্নানের প্রতি সন্দেহ পোষণ করতেন। ২০১৯ সালের ১৯ ফ্রেব্রুয়ারি রাতে মান্নানকে বসতঘরের জানালার পাশে দেখতে পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন হান্নান। এক পর্যায়ে তাকে মারধর করেন। এ সময় মান্নান একটি দা নিয়ে হান্নানের ঘরে প্রবেশ করেন। বাগবিগণ্ডার এক পর্যায়ে হান্নানের ঘাড়ে দা দিয়ে আঘাত করেন। এতে তার ঘাড়ের বেশিরভাগ অংশ মাথা থেকে আলাদা হয়ে যায়। এরপর ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়। 

এ ঘটনায় তাদের বাবা আবুল কালাম বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি ছোট ছেলে মান্নানকে বিবাদী করে সদর থানায় হত্যা মামলা করেন। পরদিন তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

২০১৯ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস মান্নানকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মান্নানকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
লন্ডনে যাওয়া হলো না সুমাইয়ার
বাবা-মা-সন্তানকে গলা কেটে হত্যা: কক্ষের জিনিসপত্র স্বাভাবিক অবস্থায় ছিল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার পদচ্যুত
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার পদচ্যুত
দেশের পথে প্রধানমন্ত্রী
দেশের পথে প্রধানমন্ত্রী
বিপিআরএ’র উদ্যোগে ‘ডিজিটাল পিআর’ বিষয়ক কর্মশালা
বিপিআরএ’র উদ্যোগে ‘ডিজিটাল পিআর’ বিষয়ক কর্মশালা
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে জনসচেতনতা বাড়াতে এফবিসিসিআই’র মহড়া
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে জনসচেতনতা বাড়াতে এফবিসিসিআই’র মহড়া
সর্বাধিক পঠিত
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
সার্ভার সমস্যার কারণে জন্ম সনদ পেতে ভোগান্তি
সার্ভার সমস্যার কারণে জন্ম সনদ পেতে ভোগান্তি