X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

লক্ষ্মীপুরে বড় ভাই আবদুল হান্নানকে (২৫) কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই আবদুল মান্নানকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আবদুল মান্নান। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চর পার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, হান্নানকে বিয়ে করানোর পর থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বড় ভাই হান্নান তার স্ত্রীকে নিয়ে মান্নানের প্রতি সন্দেহ পোষণ করতেন। ২০১৯ সালের ১৯ ফ্রেব্রুয়ারি রাতে মান্নানকে বসতঘরের জানালার পাশে দেখতে পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন হান্নান। এক পর্যায়ে তাকে মারধর করেন। এ সময় মান্নান একটি দা নিয়ে হান্নানের ঘরে প্রবেশ করেন। বাগবিগণ্ডার এক পর্যায়ে হান্নানের ঘাড়ে দা দিয়ে আঘাত করেন। এতে তার ঘাড়ের বেশিরভাগ অংশ মাথা থেকে আলাদা হয়ে যায়। এরপর ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়। 

এ ঘটনায় তাদের বাবা আবুল কালাম বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি ছোট ছেলে মান্নানকে বিবাদী করে সদর থানায় হত্যা মামলা করেন। পরদিন তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

২০১৯ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস মান্নানকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মান্নানকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
৬ বছরের শিশুকে হত্যা, ১৪ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন