X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কখন কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে: আইজিপি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৩:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৩:৪০

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‌‘পুলিশ একটি পেশাদার বাহিনী। কখন কীভাবে দায়িত্ব পালন করতে হয় তারা জানে। জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করছে।’

শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় পুলিশের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর আর কোনও বড় ধরনের ঘটনা সংঘটিত হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ বাহিনী ও র‌্যাপিড একশন ব্যাটালিয়নসহ সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষাবাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। সবাই একযোগে কাজ করায়  জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ঈর্ষণীয় সফলতা অর্জন করেছি এবং জঙ্গিবাদ পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা সব সময় এগিয়ে আছি। জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অপারেশন চালানো হচ্ছে। জঙ্গিদের যেকোনও অপারেশনের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশিক্ষণ মডিউল অনুযায়ী দায়িত্ব পালন করে। পুলিশ আইন ও বিধির আলোকে ব্যবস্থা নিয়ে থাকে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আগামী দিনেও নিয়ন্ত্রণে থাকবে। পুলিশ বাহিনী কাজ করে আইনবিধি ও প্রশিক্ষণের মাধ্যমে। সেভাবেই দায়িত্ব পালন করেন প্রতিটি পুলিশ সদস্য। পার্বত্য এলাকায় অভিযান চলছে। অভিযানের স্বার্থে কৌশলগত কারণে এ বিষয়ে আমরা কোনও কিছু বলতে চাই না। অভিযান শেষ হলে জানানো হবে।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি সুনামগঞ্জের সন্তান, এই হাওর এলাকার সন্তান। হাওরের মাটির সঙ্গে পানি সঙ্গে মিলেমিশে আমি বড় হয়েছি। হাওরের ঢেউয়ে সাঁতার শিখেছি। হাওর এলাকার মানুষ সংগ্রামী। তাদের সঙ্গে আমি বড় হয়েছি। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুনামগঞ্জ জেলায় আমার প্রথম সফর। এখানে আসলে মনে হয় আমি মায়ের কাছে এসেছি, মাটির কাছে এসেছি। সুনামগঞ্জে টুরিস্ট পুলিশ স্থাপনের জন্য কাজ করা হবে, যাতে পর্যটকরা নিরাপদে পর্যটন কেন্দ্রগুলো ঘুরেফিরে দেখতে পারেন।’

এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশ শপিংমলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি। পরে তিনি সিলেট বিভাগে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় যোগ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সিঞ্চন আহমদসহ জেলা- উপজেলা ও সিলেট বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-লাঠি বহন নিষিদ্ধ: ডিএমপি
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন