X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষার্থীদের পিটিয়ে জবিতে ছাত্রলীগের অনশন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৫:২৯আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৫:২৯

আবাসিক হল নির্মাণ ও পরিত্যক্ত কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ধর্মঘটে কয়েক দফা হামলা চালিয়েছে ছাত্রলীগ। নেতৃত্বের দখল নিতে তারা এ হামলা চালিয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

এক সাধারণ শিক্ষার্থীকে ঘুষি মারছেন জবি ছাত্রলীগের সভাপতি সোমবার পূর্বঘোষণা অনুযায়ী, সকাল নয়টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন। এসময় ছাত্রলীগও পৃথকভাবে ভাস্কর্য চত্বরে জড়ো হয়। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীরা অবস্থান করতে না পেরে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তাদের কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার আমরা হলের দাবিতে ক্যাম্পাসে অনশন করবো। পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।’
ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনও হামলা চালাইনি।’ কিন্তু হামলার ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জানালে তিনি বলেন, ‘আমি কাউকে মারিনি।’
সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা অন্যদিকে, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ যাকে সামনে পেয়েছে তাকেই মারধর করেছে। তাদের দফায় দফায় হামলার কারণে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট-নয়জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ এই আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। আমরা কোনওভাবেই ক্যাম্পাসে দাঁড়াতে পারছিনা। মঙ্গলবার বিকাল ৩টায় শহীদ মিনার থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলের দাবিতে আন্দোলেন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখার বাম সংগঠনগুলোর নেতৃত্ব মেনে নিতে না পেরে আন্দোলন দখল এবং তা বানচাল করার চেষ্টায় নেতৃত্বদানকারী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কয়েকদফা হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।


/আরএআর/এমও/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান