X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গার্হস্থ্য অর্থনীতি কলেজে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষামন্ত্রীর ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ২৩:০৮আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২৩:১১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার আন্দোলন এবং ওই কলেজে সহশিক্ষা চালু করার দাবির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভার সভাপতিত্বে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানান, এই সভা অনুষ্ঠিত হওয়ার আগে মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে এক নোটে ২৫ দফা নির্দেশনা পাঠান। ওই নোটে তিনি বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। অন্যান্য অনেকগুলো বিষয়ের মধ্যে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের দাবি এবং আন্দোলনের বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন।
সূত্র জানিয়েছেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের দাবি এবং আন্দোলনের বিষয়ে ওই নোটে মন্ত্রী বলেছেন, ‘গার্হস্থ্য অর্থনীতি কলেজে সহশিক্ষা চালু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউটের দাবিতে দু’চারজন ছাত্রী আন্দোলনের চেষ্টা ও  সমস্যা সৃষ্টিতে তৎপর হচ্ছে। ফলে শিক্ষকদের পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিষয়ে করণীয় কী তা ঠিক করতে হবে।
এদিকে গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনকারী কয়েকজন ছাত্রী সূত্রে জানা গেছে, বুধবার কলেজটির তিন ছাত্রী শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি কী ও কেন তা আলোচনা করতে গেলেও মন্ত্রীর কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া পাননি বলে জানা যায়।

উল্লেখ্য, কো-এডুকেশন অর্থাৎ সহশিক্ষার দাবিতে গত ২১ সেপ্টেম্বর আন্দোলনে নামে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। তাদের দাবি, তাদেরকে যা পড়ানো হয়, একজন ছাত্রেরও তা পড়া উচিত। এ উচ্চশিক্ষায় লিঙ্গবৈষম্য হচ্ছে বলে মনে করেন তারা।  

এদিকে মন্ত্রণালয়ে একই সভায় এসএসসি-এইচএসসি পরীক্ষায় যেসব কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো ফল করতে পারেনি এবং যেসব প্রতিষ্টানে মোট আসনের ২৫ শতাংশ বা অর্ধেক শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদের এমপিও বাতিল করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ওই নোটে শিক্ষা আইন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল, ইউজিসি আইন, মাধ্যমিক শিক্ষার মানউন্নয়নে গৃহিত ব্যবস্থা নিয়েও উল্লেখ করা হয়।

/আরএআর/এইচকে/

পড়ুন: বেসরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোকে ঢাবির ইনস্টিটিউট করার দাবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ