X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

শাবির ভর্তি পরীক্ষার ফরমের দাম কমাতে প্রশাসনকে হুঁশিয়ারি

শাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৬, ১৫:২৫আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৫:২৬

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরমের দাম কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন ফরমের দাম কমানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় গণতান্ত্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধর্মঘটসহ কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শাবির ভর্তি পরীক্ষার ফরমের দাম কমাতে প্রশাসনকে হুঁশিয়ারি
বুধবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চের সদস্যরা।
এ সময় মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহেল মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী,সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সারোয়ার তুষার বলেন, শাবিতে এবারের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা যা গতবারের তুলনায় ভর্তি ফি বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ। যেখানে গত বছরে ছিল ৭৫০-৯০০ টাকা এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ছিল ৩০০-৩৫০ টাকা।

শুধুমাত্র মূল্যবৃদ্ধির কারণে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে না দেশের অধিকাংশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। প্রশাসন সম্ভবত সেটা ভুলে গেছে।
প্রশাসনকে অচিরেই এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করে তিনি আরও বলেন, ১৬ অক্টোবর থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হলেও তারা যেন কয়েকটা দিন অপেক্ষা করেন। কারণ ভর্তির আবেদন ফরমের দাম কমাতে সংবাদ মাধ্যমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হয়েছে। অন্যথায় মূল্য না কমালে সব শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিকে,আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu এ পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ