X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বেরোবি অফিসার্স সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

রংপুর প্রতিনিধ
২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পদোন্নতি দেওয়াসহ ৪ দফা দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিসার্স সমিতি। এতে করে প্রশাসনিক কার্যক্রমসহ সব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। আন্দোলনে যেতে বাধ্য করার জন্য অফিসার্স সমিতি উপাচার্যকে দায়ী করেছেন। তবে উপাচার্য বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষাকে জিম্মি করে এ আন্দোলন করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির নেতারা তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে উপাচার্য অধ্যাপক ড, নুর উন নবীর সঙ্গে দেখা করার জন্য তার চেম্বারে গেলে উপাচার্য তাদের সঙ্গে এ ব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উপাচার্য অফিসার্স সমিতির নেতাদের তার চেম্বার থেকে চলে যেতে বলেন। এ সময় বিক্ষুব্ধ নেতারা সেখান থেকে বের হয়ে এসে তাদের দাবির সমর্থনে ধর্মঘট শুরু করে। মুহূর্তের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে থাকা কর্মকর্তারা বের হয়ে এসে ধর্মঘটে যোগ দেয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমসহ সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।
এর কিছুক্ষণ পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এরশাদ আলীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্যদের নিয়ে প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। এরপর তিনি দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইব্রাহিম কবীরকে সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবন ত্যাগ করে তার বাসভবনে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে পরিস্থিতি শান্ত করতে বিকাল ৪টার দিকে অফিসার্স সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিলেও দুপুরের পর তা বাতিল করে দেন। আলোচনা না করায় বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি জরুরি সভা আহ্বান করে অনির্দিষ্ কালের ধর্মঘট পালন করার ঘোষণা দেয়।

এ ব্যাপারে অফিসার্স সমিতির সভাপতি গোলাম ফিরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মূলত ৪ দফা দাবি নিয়ে দীর্ঘ এক মাস ধরে তারা উপাচার্যের সঙ্গে দেখা করার অনুমতি প্রার্থনা করলেও তিনি তাদের দেখা দেননি। দাবিগুলো হলো- অফিসারদের আপগ্রেডেশন প্রমোশন , ৫ কর্মকর্তার সব বকেয়াসহ বেতন ভাতা দেওয়া , বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ডরমেটরিতে নিয়ম অনুযায়ী অফিসারদের জন্য বরাদ্দ দেওয়া এবং ভর্তি পরীক্ষায় পারিতোষিক সম বন্টন।

তিনি আরও জানান, বার বার দেখা করার অনুমতি চেয়ে না পেয়ে আজ দুপুরে সমিতির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবি জানাতে গেলে তিনি তাদের সাথে কোনও কথা বলতে রাজি হননি বরং কক্ষ থেকে বের করে দেন। ফলে বাধ্য হয়ে তারা এ আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।

এক প্রশ্নের উত্তরে গোলাম ফিরোজ জানান, অনেকের পদোন্নতি পাওয়ার সময় ২/৩ বছর অতিক্রম করলেও উপাচার্য তাদের পদোন্নতি দিচ্ছেন না।

সার্বিক বিষয় জানতে উপাচার্য ড. একে এম নুর-উন-নবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আলোচনায় বসার কথা থাকলেও আলোচনার আগেই কর্মকর্তারা কর্মবিরতিতে গেছেন। তাই আলোচনার করার কোনও সুযোগ ছিল না।’

শিগগিরই সমাধান করা না হলে সামনে ভর্তি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে উপাচার্য বলেন, ‘আসন্ন ভর্তি পরীক্ষাকে জিম্মি করে এই আন্দোলন করা হচ্ছে। কর্মকর্তারা অসহযোগিতা করলে কোনও কিছুই নির্দিষ্ট সময়ে হবে কিনা তা অনিশ্চিত। প্রয়োজনে পিছিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড