X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আহমদ শফীর সভায় যোগ দিলেন ফরীদ উদ্দীন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ২২:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২২:১৫

আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফরীদ উদ্দীন মাসঊদ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে দেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সভায় যোগ দিয়েছেন শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। শনিবার সকাল ১০টায় দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন স্থানের কওমি মাদ্রাসা বোর্ডের শীর্ষস্থানীয়রা যোগ দেন। 

সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশ, তানজিমুল মাদারিস আদ-দ্বীনিয়া বাংলাদেশ, গওহর ডাঙ্গা বেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর প্রতিনিধিরা অংশ নেন। 

সভার শুরুতেই বেফাক সভাপতির প্রেসসচিব মাওলানা মুনির আহমদ গত ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে দেওয়া শাহ আহমদ শফীর ৬ পৃষ্ঠার চিঠির কপি পড়ে শোনান। এরপর এই চিঠির আলোকে কওমি বোর্ড প্রতিনিধিরা  নিজদের  বক্তব্য তুলে ধরেন। সভা পরিচালনা করেন ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুল ইসলাম।

বৈঠকে বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘সরকার কওমি সনদকে মান দিতে চাইলে কোনও কমিশন, নীতিমালা ও নিয়ন্ত্রণ ছাড়াই প্রজ্ঞাপন জারির মাধ্যমে মান দিতে পারে। তবে সনদ  স্বীকৃতির নামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনও রকম সরকারি নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা আমরা মেনে নেব না।

আহমদ শফী বলেন, ভারতের দারুল উলুম দেওবন্দের মতো সনদের মান দিতে সরকার রাজি না হলে, ইংরেজ শাসনামল থেকে এ পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো জনগণের সাহয্য-সহযোগিতা ও সমর্থন নিয়ে যেভাবে চলে আসছে, সেভাবেই চলবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। নাগরিকরা ধর্ম কিভাবে পালন করবেন, কিভাবে শিখবেন, কিভাবে শেখাবেন, তাতে সবার  স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নাগরিকদের শিক্ষার্জনের স্বাধীন অধিকারে রাষ্ট্রের হস্তক্ষেপ করার সুযোগ নেই।’

/সিএ/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?