X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৯:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৯:১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন অনুযায়ী ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরওয়ার পায়েল এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ পাওয়া তিন বিশ্ববিদ্যালয় হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি। এর মধ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে গত ১৩ মার্চ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ১৪ মার্চ এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটিকে ১৫ মার্চ এ নোটিশ দেওয়া হয়।
আইনজীবী গোলাম সরওয়ার পায়েল জানান, নোটিশে ২ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে এসব বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্থায়ী ক্যাম্পাসে না যেতে পারলে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ও ভর্তি বাবদ আদায়কৃত অর্থসমূহ সুদসহ ফেরত প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০০৩ সাল থেকে একের অধিক অস্থায়ী ক্যাম্পাসের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ করে এই আইনজীবী জানান, তাদের কার্যক্রম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সালের সঙ্গে সাংঘর্ষিক। এই আইনে বলা হয়েছে, প্রতিষ্ঠাকাল থেকে প্রতিটি বেসরকারিবিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ ১২ বছর সময় দেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদন পাওয়ার জন্যপ্রতিটি বিশ্ববিদ্যালয়কে মহানগর এলাকায় এক একর জায়গার উপর স্থায়ী ক্যাম্পাস করতে হবে। মহানগর ছাড়া দুই একর জায়গায় স্থায়ী ক্যাম্পাস থাকতে হবে। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর না করে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

/এমটি/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ