X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৫০০ বিলুপ্তপ্রায় উদ্ভিদ রক্ষায় ২৫ কলেজকে মাউশির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২১:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:২০

৫০০ বিলুপ্তপ্রায় উদ্ভিদ রক্ষায় ২৫ কলেজকে মাউশির নির্দেশনা দেশের ৫০০ প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির পথে। এই বিলুপ্তপ্রায় উদ্ভিদের মধ্যে কোনও কোনও প্রজাতির দু-একটি গাছ টিকে আছে। কিন্তু এসব উদ্ভিদ স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারছে না। তাই এই ৫০০ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণের জন্য দেশের ২৫টি কলেজকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অবহিত করে মঙ্গলবার (১৮ এপ্রিল) ২৫টি সরকারি কলেজে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে মাউশি। ওই ২৫টি কলেজের মধ্যে রয়েছে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাংলা কলেজ।
অন্যগুলো হলো— সরকারি রাজশাহী কলেজ, সিলেটের সরকারি এম সি কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, পাবনার অ্যাডওয়ার্ড কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, চট্টগ্রাম কলেজ, খুলনার বিএল কলেজ, বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, ফরিদুপরের সরকারি রাজেন্দ্র কলেজ, যশোরের এম এম কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, বগুড়ার সরকারি দিনাজপুর কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন কলেজ, পটুয়াখালী কলেজ, গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ এবং নারায়ণগঞ্জের তোলারাম কলেজ।
প্রথম পর্যায়ে কলেজগুলোর প্রধানদের অতি বিপন্নপ্রায় ২০০ প্রজাতির উদ্ভিদের তালিকা দেওয়া হবে। এ তালিকা ধরে এসব উদ্ভিদ সংরক্ষণ ও বংশবিস্তারের ব্যবস্থা নেবে কলেজগুলো। পাশাপাশি কলেজগুলোতে স্থাপন করা হবে টিস্যু কালচার ল্যাব।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে অনেক জাতের উদ্ভিদ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেসব উদ্ভিদ খুঁজে বের করে টিস্যু কালচার বা স্বাভাবিকভাবে বংশবিস্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিলুপ্ত হতে যাওয়া উদ্ভিদগুলোর মধ্যে যেগুলো অধিক বিপন্ন এবং খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ২০০টি উদ্ভিদের নামের তালিকা পাঠানো হবে ২৫টি কলেজে। কলেজগুলো শিক্ষার্থীদের মাধ্যমে খোঁজ নিয়ে তা সংরক্ষণ করবেন। টিস্যু কালচারের জন্য স্থাপন করা হবে ল্যাব। বিপন্ন উদ্ভিদগুলো বাঁচাতেই আমাদের এই উদ্যোগ।’

কলেজ প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে টিস্যু কালচার ল্যাব স্থাপনের মাধ্যমে চারা উৎপন্ন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ আশেপাশের স্কুল-কলেজগুলোর অব্যবহৃত জায়গায় তা সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মাউশির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট শিক্ষকদের প্ল্যান্ট টিস্যু কালচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

মাউশির নির্দেশনায় টিস্যু কালচার ল্যাব স্থাপন, প্ল্যান্ট টিস্যু কালচার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সম্পর্কে তথ্য জানতে বলা হয়। প্রকল্প সমন্বয়ক এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেলের সঙ্গে যোগাযোগ এবং প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাব স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!