X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ইমডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করে সংসদকে কলঙ্কিত করেছেন জিয়া’

ঢাবি প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২১:০২আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:১৫

ডিইউবঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর  খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন,‘১৯৭৯ সালের প্রহসনের নির্বাচনের পর জিয়াউর রহমান একে আইনে রূপান্তর করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দেন।জিয়াউর রহমান ইমডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছেন। এরপর এই হত্যাকারীরা যতদিন দেশ চালিয়েছেন,এই আইনের কারণে বঙ্গবন্ধু হত্যার বিচারের কোনও প্রক্রিয়া গ্রহণ করা যায়নি।’ শনিবার(১৯ আগস্ট) ঢাবির সিনেট ভবন মিলনায়তনে ‘স্মরণে শপথে ১৫ আগস্ট' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান বলেন,‘বঙ্গবন্ধুর রাজনৈতিক ও অর্থনৈতিক অন্তর্দৃষ্টি ও দূরদর্শিতা ছিল।তিনি নিজের আদর্শিক অবস্থান থেকে কাজ করে যেতেন, কখনও হতাশ হতেন না। রোমান্টিজম অব পলিটিক্স না থাকাটা তার রাজনৈতিক সাফল্যের মূল রহস্য। সংক্ষেপে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের কথা যদি বলি, সেটি হচ্ছে, ডেমোক্র্যাটিক হিউম্যানিজম। মানুষের প্রতি ভালোবাসা ও মানুষের অধিকারে বিশ্বাস।'

স্মৃতিচারণমূলক বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ‘দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। বঙ্গবন্ধুর নির্দেশে সংবিধানে সমাজতন্ত্র সন্নিবেশিত হয়েছিল। তবে শেখ মুজিবুর রহমানের সমাজতন্ত্র আর রাশিয়া-চীনের সমাজতন্ত্রের ধারণা এক নয়। কারণ সম্পদ ও উৎপাদনের উপকরণের রাষ্ট্রীয় মালিকানাই চীন-রাশিয়ায় প্রচলিত সমাজতন্ত্রের মূল কথা। তার সমাজতন্ত্রে সম্পদের তিন ধরনের মালিকানার কথা উল্লেখ ছিল। রাষ্ট্রীয়,ব্যক্তিগত ও সমবায় মালিকানা। এই পার্থক্যটা বুঝতে হবে।’ তিনি বলেন, ‘অনেকে বলেন, সিরাজ শিকদার হত্যার সঙ্গে বঙ্গবন্ধু জড়িত। এটা আসলে সত্য নয়। শেখ কামাল সম্পর্কে ব্যাংক ডাকাতির যে অভিযোগ আনা হয়, সেটাও সত্য নয়। অনেক বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি। কথাটা সত্য নয়। তার জীবনের প্রথম ১০ বছর বাদ দিলে তিনি প্রতি ৪ দিনে ১ দিন জেলে কাটিয়েছেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হয়। আমি মনে করি, গোয়েন্দা ব্যর্থতা নয়, গোয়েন্দা অংশগ্রহণই বঙ্গবন্ধু হত্যার জন্য মূল দায়ী।'

বঙ্গবন্ধু হত্যা নিয়ে বিভিন্ন মহল মিথ্যাচার করছে উল্লেখ করে ১৫ আগস্টের ওপর গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানান ফরাসউদ্দিন।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন,‘বর্তমান রাজনীতির ভাষা শুনে কানে হাত দিতে হয়,বঙ্গবন্ধুর সময় এটা ছিল না।তার কাছে ব্যক্তি বড় ছিল না,বড় ছিল আদর্শ।তার রাজনীতি ছিল পরার্থপরতার।এখন রাজনীতি সেই জায়গায় না থাকার কারণে উন্নতি হলেও বৈষম্য বাড়ছে,সাম্প্রদায়িকতা-উগ্রতা-হিংস্রতা বাড়ছে,শিক্ষার বিস্তার হলেও কমছে মান,সংস্কৃতির জায়গাটা সংকীর্ণ হয়ে পড়ছে।’ তিনি বলেন,‘বঙ্গবন্ধু বাঙালির আত্মবিশ্বাস জাগ্রত করেছিলেন। আমরাও যে পারি,সেটি প্রতিষ্ঠা করেছিলেন। সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষির উন্নয়ন,কুদরত-ই-খুদা কমিশনের মাধ্যমে শিক্ষার উন্নয়ন,আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি নির্মাণের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করছিলেন। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের জাল একে পূর্ণতা পেতে দিলো না।'

সভার সভাপতির বক্তব্যে একে আজাদ বলেন,‘বঙ্গবন্ধু হত্যার সময়ের যেসব সেনা সদস্য জীবিত আছেন,তাদের জবানবন্দি নেওয়া হোক। অনতিবিলম্বে একটা কমিশন করে বঙ্গবন্ধু হত্যার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করা হোক। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর গবেষণার ক্ষেত্র বৃদ্ধি করা হোক।' বঙ্গবন্ধু বিষয়ক গবেষণাকর্মে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহায়তা করবে বলে তিনি জানান। বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের একটি লাইব্রেরি প্রতিষ্ঠার কথাও জানান তিনি।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে