X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ঘৃণাস্তম্ভ ‘রাজাকার’

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার’ নামের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ (ছবি: বাংলা ট্রিবিউন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে গড়া হয়েছে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এর উদ্বোধন হলো।

বিজয় নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে ঘৃণাস্তম্ভটি। উদ্বোধনের পর এর দিকে জুতা নিক্ষেপের পাশাপাশি দেওয়া হয় ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ স্লোগান। এখানে ঢাবি’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বেশ কয়েকজন ছিলেন।
ঘৃণাস্তম্ভ উদ্বোধনের আয়োজনে অংশ নিয়েছেন ঢাবি’র অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র দৌহিত্র নবাব আলী হাসান আসকারী, বিজয় সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ আজমী ও সাধারণ সম্পাদক তারেক রায়হান, ২০০৮ সালে জামায়াত-শিবিরের হাতে লাঞ্ছনার শিকার মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান, রাজনৈতিক কর্মী আবু ইউসুফ সুলতান প্রমুখ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার জন্য তারা আসতে পারেননি বলে জানান উদ্যোক্তারা।

২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে ঘৃণাস্তম্ভটি প্রথম নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের ছয়জন সেক্টর কমান্ডার ও ১৩ জন সাব-সেক্টর কমান্ডার এটি উদ্বোধন করেন। পরের বছর ঢাবি ছাত্রশিবিরের তৎকালীন কর্মীরা রাতের আঁধারে সেটি ভেঙে ফেলে। ২০১০ ও ২০১৩ সালে আরও দু’বার স্তম্ভটি পুনঃনির্মাণ করা হলেও দুর্বৃত্তরা সেগুলো ভেঙে দেয়।

বিজয় সংগঠনের সদস্য ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশে রাজাকাররা দেশের শত্রু। তাদের আমরা ঘৃণা করি। তাদের প্রতিরোধ করতে হলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই ঘৃণাস্তম্ভ সেই পদক্ষেপেরই অংশ।’

/জেএইচ/
সম্পর্কিত
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে