X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আন্দোলনকারীদের নিরাপত্তা চেয়ে ভিসির কাছে ১৯ শিক্ষকের খোলা চিঠি

ঢাবি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ২৩:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২৩:২৯

কোটাসংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক। বুধবার (১৮ এপ্রিল) তারা ওই চিঠিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকরা ভিসির বাসভবনে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানান।

শিক্ষকদের খোলা চিঠি খোলা চিঠিতে শিক্ষকরা বলেন, ‘কোটাসংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা আসার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত সরকারি গেজেট প্রকাশ। কিন্তু নানা সূত্রে জানা যাচ্ছে তার পূর্বেই আন্দোলনকারীদের ওপর নানা চাপ আসছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়-ভীতি কাজ করছে এবং অনেকে ছাত্রাবাসে থাকতে অস্বস্তি বোধ করছেন। এই ভীতি সুফিয়া কামাল হলে সবচেয়ে বেশি। বিশেষত আন্দোলনে নেতৃত্বদানকারী তিন শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনা থেকে এই অস্বস্তি বৃদ্ধি পেয়েছে, ক্যাম্পাসে বিরাজ করছে চাপা উৎকণ্ঠা।’

খোলা চিঠিতে স্বাক্ষরকারী ১৯ শিক্ষক হলেন- এম এম আকাশ, গীতি আরা নাসরীন, ফাহমিদুল হক, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, মোশাহিদা সুলতানা, কাজী মারুফুল ইসলাম, রোবায়েত ফেরদৌস, সায়মা আহমেদ, মুনাসির কামাল, সাজ্জাদ এইচ সিদ্দিকী, রুশাদ ফরিদী, মো. সেলিম হোসেন, হুমায়ুন কবীর, আব্দুর রাজ্জাক খান, সালমা চৌধুরী, দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও অতনু রাব্বানি।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এই ১৯ জন শিক্ষক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দফতরে গিয়েও দেখা করেছেন। তখন শিক্ষকেরা মৌখিকভাবে উদ্বেগ প্রকাশ করেন এবং উপাচার্য তাদের উদ্বেগকে আমলে এনে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে দেখভাল করা হবে বলে আশ্বস্ত করেন।

উপাচার্যের কাছে শিক্ষদের খোলা চিঠিতে করা স্বাক্ষর এসময় বিশ্ববিদ্যলয়ের পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু রাখার জন্য ডাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত বিভিন্ন সংগঠন ও নির্দলীয় শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে পূর্বের পরিবেশ পরিষদের মতো কেন্দ্রীয়ভাবে ও হলসমূহে কমিটি গঠনের জন্য ভিসিকে পরামর্শ দেন তারা। শিক্ষকরা তাদের চিঠিতে উপাচার্য ভবনে হামলার জন্য নিন্দা জানান এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য হলেও এই হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ৮ এপ্রিল শিক্ষার্থীদের ওপর হামলা ও তার পরে ক্যাম্পাসে বিপুল পরিমাণে বহিরাগতের অনুপ্রবেশ নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে শিক্ষকরা আরও বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা, সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে আইসিটি আইনে মামলা, ছাত্র নেতাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ ইত্যাদির মাধ্যমে ভীতি সৃষ্টি করা হচ্ছে।’ তারা এই পরিবেশ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে