X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভর্তি জালিয়াতিতে অভিযুক্তদের পরীক্ষা নেওয়ায় ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ২২:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২২:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে জালিয়াতি করে ভর্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে ওই বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিষয়টি সমাধানের জন্য ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমানকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে ড. তানিয়া রহমান বলেন, ‘ভর্তি জালিয়াতি করে যারা ভর্তি হয়েছে, তাদের সে অভিযোগ এখনও প্রমাণিত না। এদের বিষয়ে দেখার দায়িত্বও আমাদের হাতে না, এটা দেখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে এবং বিষয়টি দেখার জন্য আমরা একটি একাডেমিক কমিটি গঠন করেছি।’

জানা যায়, ওই বিভাগে ২০১৬-১৭ সেশনে ছয় জন ছাত্রের বিরুদ্ধে জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে। তারা হলেন- হাসিবুর রশীদ, মেহেদী, গালিব, সৌভিক, রাকিবুল ও সালমান এফ রহমান।

এদিকে, বৃহস্পতিবার পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের ৫০৩ নম্বর কোর্সের মিডটার্ম পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় অভিযুক্তরা অংশগ্রহণ করলে, অন্য শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। এসময় বিভাগের কয়েকজন শিক্ষক বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠালেও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আবার বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষোভে ওই ইনস্টিটিউটের সব বর্ষের শিক্ষার্থীরা যোগ দেয় এবং ক্লাস বর্জন করেন।

এর আগে, গত বুধবার অভিযুক্ত ছাত্ররা পরীক্ষা দিতে এলে সেমিস্টারের অন্য ছাত্ররা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ অভিযুক্তদের বাদ দিয়ে পরীক্ষা নেয়। ছাত্রদের বিক্ষোভের ঘটনায় ইনস্টিটিউটের শিক্ষকরা বিকালে এক জরুরি একাডেমিক সভায় মিলিত হন।

এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাইন উদ্দিন মোল্লা বলেন, ‘ছাত্ররা জালিয়াতিতে অভিযুক্তদের সঙ্গে পরীক্ষা দেবে না বলে বিক্ষোভ করছে। কিন্তু অভিযোগ এখনও প্রমাণিত নয়। এজন্য আমরা অভিযুক্তদের পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে আমরা সেটা কার্যকর করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি দেখার জন্য ইনস্টিটিউটের একাডেমিক কমিটি বৈঠকে বসেছিল। তারা বিষয়টি খতিয়ে দেখবে।’

/এসও/এমও/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?