X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলামকে সংবর্ধনা

ঢাবি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ০৩:৫৯আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৪:০৩

ঢাবিতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলামকে সংবর্ধনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপক হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন সালমা নাসরীন।

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের ওপর প্রশংসাপত্র পাঠ করেন অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ। অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর প্রশংসাপত্র পাঠ করেন অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন। পরে জাতীয় দুই অধ্যাপককে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অধ্যাপক মো.আখতারুজ্জামান বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধন তথা জাতি বিনির্মাণে তারা অনন্য অবদান রেখে চলেছেন। মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনেও তারা অগ্রণী ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের অসংখ্য দুর্লভ ছবি তুলেছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। দেশের ক্রান্তিকালে তারা জাতিকে দিক-নির্দেশনা দেন। তাদের জীবন ও কর্ম থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। তাদের আদর্শ অনুসরণ করে সবাইকে দেশপ্রেমিক, সৎ, বিনয়ী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি