X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞদের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ২০:২৭আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:৩৭

শিক্ষামন্ত্রী দীপু মনি (ফাইল ছবি)

প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংকে প্রতিবেদনের গুণগত মান বাড়াতেও নির্দেশ দিয়েছেন।

বুধবার (৩ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর ২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মূল্যায়ন প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদতরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং।  অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর ইভালুয়েশন ও মনিটরিং রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাদান (দ্বিতীয় পর্যায়)’ এবং ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যবিলিটিজ’ প্রকল্প দু’টির ব্যর্থতার চিত্র উঠে আসে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন মানুষ সব বিষয়ে হয়ত পারদর্শী হবে না। কিন্তু কোনও এক বিষয়ে হয়ত কোনও একজন মানুষ বিশেষভাবে পারদর্শী হতে পারে। তাই প্রকল্পের অভীষ্ট লক্ষ্যে পারদর্শী ব্যক্তিকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়াই সমিচীন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে পিডি নিয়োগ দিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষার গুণগতমান উন্নয়নে মনিটরিং ও ইভালুয়েশন প্রতিবেদনে শুধু সংখ্যাগত অর্জন বা সংখ্যাগত প্রতিবেদন না দিয়ে গুণগত অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং-এর পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সর্বোচ্চ দেশপ্রেম ও সততা নিয়ে প্রকল্পের অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।’

সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘এই প্রতিবেদন সন্তোষজনক নয়। মনিটরিং ও ইভালুয়েশন বিভাগের কাজ শুধু একটি প্রকাশনা বের করা নয়। এই প্রতিবেদনে প্রকল্পের অভীষ্ট লক্ষ্য কতটা বাস্তবায়িত হচ্ছে, তার স্পষ্ট বিবরণ থাকতে হবে। কোনও দুর্নীতি থাকলে তার ও বিবরণ থাকতে হবে।’

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ