X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রলীগের

রাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৭:২৮আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৮:১৪

 

মুজিববর্ষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রলীগের মুজিববর্ষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নোয়াখালী ও খুলনায় দুই ছাত্রলীগ নেতাকর্মী হত্যার প্রতিবাদে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, ‘আমরা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি, ঠিক সেসময় স্বাধীনতাবিরোধী অপশক্তির হাতে আমাদের ভাইয়েরা হত্যার শিকার হচ্ছে। আর কত রক্ত গেলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে?’

তারা বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে এখন রাবি ক্যাম্পাস জামায়াত-শিবিরমুক্ত হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী আবারও সংগঠিত হওয়া চেষ্টা করছে। এদের রুখে দিতে এখনই বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে। আমরা চাই মুজিববর্ষেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হোক।’

এর আগে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি কাজী লিংকন, হাবিবুল্লাহ নিক্সন, যুগ্ম সম্পাদক সরকার ডনসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার (১ মার্চ) রাতে নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের হামলায় কয়েকজন ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। সোমবার (২ মার্চ) হাসপাতালে মারা যান ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম। একইদিন খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আরেক নেতা মো. হাদিউজ্জামান রাসেলের মৃত্যু হয়।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!