X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে শিক্ষকদের উদ্দেশে অধিদফতরের জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ২১:১৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা ছাড়াই ক্যাচমেন্ট এলাকার সব শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) খালিদ আহমেদের সোমবার (৪ জানুয়ারি) স্বাক্ষরিত আদেশে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে বিদ্যালয়গুলোয় ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রাখার স্বার্থে ছাত্রছাত্রী ভর্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আরও পড়ুন:

প্রাথমিক শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

যেসব প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার

শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে যেসব নির্দেশনা মানতে হবে

১) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০০৪ সালের ৮ ডিসেম্বরের নির্দেশনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিশুদের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

৩) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করতে হবে।

৪) ভর্তিচ্ছু শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্টারে এন্ট্রি করে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

৫) প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের সময়ে সময়ে জারি করা স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা ও অনুশাসনগুলো অনুসরণ করে শিক্ষকরা শিশুদের ভর্তি নিশ্চিত করবে।

৬) অসুস্থ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং সন্তানসম্ভবা শিক্ষক-কর্মচারী বিদ্যালয়ে উপস্থিত থাকা থেকে বিরত রাখতে হবে।

৭) কোভিড-১৯ এর কারণে বেসরকারি কিন্ডারগার্টেন/স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসকল শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে, তাদের সকলকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ভর্তি ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২০ সালের ১ আগস্টের পরিপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল