X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের জন্য অভিন্ন বৃক্ষরোপণ নীতিমালা

এস এম আববাস
১৯ জানুয়ারি ২০২১, ০৬:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৬:০০

সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন করার উদ্যোগের অংশ হিসেবে এবার সারাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণে একটি অভিন্ন নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নীতিমালার আলোকে বিদ্যালয়ের ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বৃক্ষরোপণ করা হবে। যেখানে সেখানে গাছ লাগানো এবং ক্ষতিকর গাছ লাগানো যাবে না। খেলার মাঠ উন্মুক্ত রাখতে হবে। বিদ্যালয় দৃষ্টিনন্দন করতে সুনির্দিষ্ট নিয়ম মেনে গাছ লাগানোর এসব বিধান রাখা হবে নীতিমালায়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন করার অংশ হিসেবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে প্রতিটি বিদ্যালয়ে একইরকম শহীদ মিনার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ নীতিমালার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যত্রযত্র গাছে লাগানো হয়। ক্ষতিকর বৃক্ষও রোপণ করা হয়ে থাকে। খেলার মাঠের মাঝখানেও গাছ লাগানো হয়। অল্প জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ না করায় বিদ্যালয়ের মাঠ ও ভূমি আঙিনার যথাযথ ব্যবহার করা যায় না। তাই একটি নীতিমালা করা হবে। নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করতে হবে। ‘

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরের সমন্বয় সভায় বৃক্ষরোপণের জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।  সমন্বয় সভায় জানানো হয়, বিপন্ন প্রজাতির বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করে ছাদ-বাগান করা হয়েছে। বৃক্ষরোপণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বৃক্ষ পরিহার করা এবং ভবন থেকে নির্দিষ্ট দূরত্ব বাজায় রাখার বিষয়টিকে গুরুত্ব আরোপ করে মাঠ পর্যায়ে পত্র পাঠানো হয়েছে। এই আলোচনার পর বৃক্ষ রোপণের বিষয়ে একটি অভিন্ন নীতিমালা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। নীতিমালা তৈরির বিষয়টি বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয় উপ-পরিচালক সংস্থাপনকে।

/এমআর/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
১০ বছরের শিশুও জানে ‘দিনে কাজ ১২ ঘণ্টার’
১০ বছরের শিশুও জানে ‘দিনে কাজ ১২ ঘণ্টার’
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড