X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যেভাবে বাড়বে বেসরকারি শিক্ষকদের বেতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৬:৩৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৬:৪১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল) সহকারী শিক্ষকের চাকরি ১০ বছর পূর্ণ হলেই ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে উন্নীত হবেন। বেতন স্কেল ১০ম গ্রেড থেকে উচ্চতর নবম গ্রেড পাবেন। এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আরও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক কোনও প্রতিষ্ঠানে বা পদে থাকতে পারবেন না

শতভাগ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

সহকারী অধ্যাপক পদ থাকছে না

বেসরকারি শিক্ষকদের বিএড-এমএড ডিগ্রি উচ্চতর স্কেল হিসেবে গণনা হবে না

‘সহকারী অধ্যাপক’ ও ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে ৫০ শতাংশ পদোন্নতি

নীতিমালার ১১.৮ ধারায় বলা হয়, সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড পাওয়ার তারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে উন্নীত হবে। পরবর্তী ৬ বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লেখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেল যথাক্রমে ১০ বছর ও ৬ বছর চাকরি পূর্ণ হতে হবে। কোনও শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না।

নীতিমালার ১১.৯ ধারায় বলা হয়, সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে ৯ম গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে উন্নীত হবে । শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য গ্রেড উচ্চতর স্কেল/গ্রেড হিসেবে গণ্যযোগ্য হবে না। কোনও শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না।

নীতিমালার ১১.১০ ধারায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/কর্মচারীরা তাদের এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী গ্রেড প্রাপ্য হবেন। পরবর্তী ৬ বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে ১০ বছর ও ৬ বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড (উচ্চতর গ্রেড/টাইম স্কেল যে নামেই হোক) প্রাপ্য হবেন। কোনও শিক্ষক/প্রদর্শক/কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড/টাইম-স্কেল বিবেচনায় আসবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
জুজুৎসুর নিউটনের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
জুজুৎসুর নিউটনের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’