X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অনলাইনে ক্লাস হচ্ছে কওমি মাদ্রাসায়ও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ১৭:৫০আপডেট : ০২ জুলাই ২০২১, ১৭:৫০

দেশের সাধারণ প্রতিষ্ঠানের মতো কওমি মাদ্রাসাগুলোতেও অনলাইনে ক্লাস নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সরকারিভাবে মাদ্রাসা বন্ধ থাকার কারণে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা।

কওমি মাদ্রাসার কয়েকজন শিক্ষক বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানীর কওমি মাদ্রাসাগুলোতে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হলেও ঢাকার বাইরে তা কম। আর কওমি মাদ্রাসাগুলোর মধ্যে মাদানি নেসাবের (আরবি কারিকুলাম-প্রধান) প্রতিষ্ঠানগুলোর অন্তত ৯০ শতাংশ প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। সাধারণ কওমি মাদ্রাসাগুলোর মধ্যে অন্তত ১০ শতাংশ প্রতিষ্ঠানে এ সুবিধা চালু হয়েছে।

হাজারীবাগ বায়তুর রসূল মাদ্রাসার একজন শিক্ষার্থী জানান, প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। প্রতি ২৫ জনে একটি গ্রুপে ক্লাস হয়। ছাত্রসংখ্যা হিসাবে একাধিক সেশন হয়।

ওই মাদ্রাসার প্রথম বর্ষের একজন ছাত্র বলেন, সকাল ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ক্লাস হয়। এরমধ্যে আধাঘণ্টার বিরতি থাকে। এরপর আবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ক্লাস হয়।

রাজধানীর আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি লুৎফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশের কওমি মাদ্রাসায় এখনও পূর্ণাঙ্গরূপে অনলাইন ক্লাস শুরু হয়নি। রাজধানীতে বিশেষ করে মোহাম্মদপুর, কেরাণীগঞ্জ ও লালবাগসহ কিছু এলাকার মাদ্রাসায় মাদানি নেসাবে এটা শুরু হয়েছে।’

আর নেটওয়ার্ক, স্মার্টফোনের সুবিধা সবার না থাকার কারণে অধিকাংশ মাদ্রাসাতেই অনলাইন ক্লাস চালু করা সম্ভব হয়নি, বলে জানান লুৎফুর রহমান।

জানতে চাইলে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের কর্মকর্তা মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সরকার এখনও মাদ্রাসা খোলার অনুমতি দেয়নি। তাই হয়তো অনলাইনে যাদের সুবিধা আছে, তারা করছে। এ বিষয়ে এখনও বোর্ড থেকে কোনও সিদ্ধান্ত হয়নি। আশা করি, আগামী দিনে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারকরা।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কওমি মাদ্রাসায় মাতৃভাষা চর্চা
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দীনি শিক্ষার নির্দেশনা
রাতের খাবার খেয়ে অসুস্থ ১৬ মাদ্রাসাশিক্ষার্থী, সকালে হাসপাতালে
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে