X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউজিসির সঙ্গে ২৭টি বিশ্ববিদ্যালয়ের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৬, ২০:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২০:০৮

ইউজিসি বৈঠকবিশ্ববিদ্যালয়গুলোর অ্যাশিওরেন্স মেকানিজম প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয় (পাবলিক ১১ এবং প্রাইভেট ১৬) চুক্তি করেছে ইউজিসির সঙ্গে।

মঙ্গলবার ইউজিসি অডিটেরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই পারফরমেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান (রাউন্ড-৩) অনুষ্ঠিত হয়। এতে মোট উপ-প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি টাকা।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার গুণগতমান বজায় রাখা। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই।

চুক্তিতে স্বাক্ষর করা ২৭টি বিশ্ববিদ্যালয় হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, লিডিং ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্সেস এন্ড টেকনোলজি চিটাগাং, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, শান্তমারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোয়ালিটি অ্যাশিওরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউজিসির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. মো. খালেদ।

অনুষ্ঠানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেলের পরিচালক এবং ইউজিসি, বিশ্ব ব্যাংক ও হেকেপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/জেএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ