X
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

মেডিক্যাল কলেজের ফাইনাল পরীক্ষা ৮ আগস্ট

ঢাবি প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৬:৪৪আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৬:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "৮ আগস্টেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনও পরিবর্তন আনা হয়নি।"

করোনার ঊর্ধ্ব পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, "করোনায় চিকিৎসাখাতের লোকজনের বসে থাকার সুযোগ নেই। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কিভাবে পরীক্ষা গ্রহণ করা যায় তা নিয়ে নীতিমালা তৈরি করছি। নীতিমালার আলোকে পরীক্ষা নেওয়া হবে।"

এর আগে সর্বশেষ গত ২৬ জুন কঠোর লকডাউনের ঘোষণা হওয়ায় চতুর্থবারের মতো স্থগিত করা হয় এমবিবিএস ফাইনাল পরীক্ষা।

চতুর্থবার পরীক্ষা স্থগিত হওয়ায় পর পরীক্ষা নেওয়ার দাবিতে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। সেখানে তারা জুলাই মাসের মধ্যেই স্থগিত পরীক্ষায় বসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তবে করোনা প্রকোপে সেটি সম্ভব না হলেও এবার আর পেছানো হচ্ছে না পরীক্ষা। গত ১৭ জুলাই প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট ই  পর্যন্ত চলবে ঢাবি এমবিবিএস ফাইনাল পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদ থেকেই অধিভুক্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করা হয়। 

যেভাবে হবে পরীক্ষা

তিনটি বিষয়ের মোট ছয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের উপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট ওএসপিই (OSPE) পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা তাদের নিজেদের ক্যাম্পাসেই পরীক্ষায় বসবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

/এমএস/
সম্পর্কিত
খুলছে বিজয় সরণি ও ঢাবি মেট্রোরেল স্টেশন
ঢাবি ব্যান্ড সোসাইটির সভাপতি সাকলাইন, সাধারণ সম্পাদক রুদ্র
ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর
সর্বশেষ খবর
আ.লীগের সঙ্গে জাপা নেতাদের ৩ দফায় বৈঠক, যা জানা গেলো
আ.লীগের সঙ্গে জাপা নেতাদের ৩ দফায় বৈঠক, যা জানা গেলো
চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর
বন্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের ক্রস মেসেজিং
বন্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের ক্রস মেসেজিং
সর্বাধিক পঠিত
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা